শ্রীলঙ্কায় আবার মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রী; চিন্তিত ভারত
(last modified Sat, 27 Oct 2018 14:16:40 GMT )
অক্টোবর ২৭, ২০১৮ ২০:১৬ Asia/Dhaka
  • শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা
    শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা আজ (শনিবার) তার দেশের জাতীয় সংসদকে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছেন। প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করার একদিন পর তিনি সংসদ স্থগিত করলেন।

রণিল বিক্রমাসিংহের জায়গায় আকস্মিকভাবে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসিয়েছেন। বিষয়টি নিয়ে প্রতিবেশী ভারত কিছুটা দুশ্চিন্তায় পড়েছে কারণ রাজাপাকসেকে চীনের সঙ্গে ঘনিষ্ঠ নেতা হিসেবে মনে করা হয়।

নিয়োগ পাওয়ার পর প্রধানমন্ত্রী রাজাপাকসে (বামে) ও প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা  

জাতীয় সংসদ স্থগিত করার কথা সাংবাদিকদের নিশ্চিত করেছেন মন্ত্রিসভার মুখপাত্র রাজিথা সেনারত্নে। সংসদ স্থগিত করার কয়েক মিনিট আগে বিক্রমাসিংহে স্পিকারের সংসদ ডাকার আহ্বান জানিয়েছিলেন। এর মাধ্যমে তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে, তিনি এখনো সংসদে সংখ্যাগরিষ্ঠের নেতা। কিন্তু সংসদ স্থগিত করার কারণে বিক্রমাসিংহে খুব শিগগিরি তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সুযোগ পাচ্ছেন না।  

সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেণ রণিল বিক্রমাসিংহে

গুঞ্জন ছড়িয়ে পড়েছে রণিল বিক্রমাসিংহের দলের কেউ কেউ পদ-পদবীর জন্য রাজাপাকসের পক্ষে চলে যেতে পারেন। শ্রীলঙ্কা পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদল বলেছে, দেশটির ঘটনাবলী তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।

প্রেসিডেন্ট সিরিসেনাকে হত্যাপ্রচেষ্টার বিষয়ে প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহে আন্তরিকভাবে তদন্ত করছেন না বলে সমালোচনা করার পর প্রেসিডেন্ট সিরিসেনার দল ইউনাইটেড পিপল’স ফ্রিডম অ্যালায়েন্স এবং বিক্রমাসিংহের ইউনাইটেড ন্যাশনাল পার্টির মধ্যে সম্পর্কের অচলাবস্থা দেখা দেয়। জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকিও দিয়েছিল প্রেসিডেন্টের দল।#

পার্সটুডে/এসআইবি/২৭

ট্যাগ