সৌদি রাষ্ট্রদূতকে তলব করেছে নরওয়ে
(last modified Fri, 02 Nov 2018 16:19:13 GMT )
নভেম্বর ০২, ২০১৮ ২২:১৯ Asia/Dhaka
  • নরওয়েতে সৌদি দূতাবাস
    নরওয়েতে সৌদি দূতাবাস

সৌদি সরকারের কঠোর সমালোচনাকারী সাংবাদিক জামাল খাশোগি হত্যার  ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে তলব করেছে নরওয়ে সরকার।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী আইনে এরিকসেন আজ (শুক্রবার) এক বিবৃতিতে বলেন, “জামাল খাশোগির হত্যাকাণ্ডের ঘটনা জানার পর থেকেই আমরা কয়েকবার সৌদি রাষ্ট্রদূতের কাছে বিষয়টি তুলেছি এবং আমাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছি। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এলে আমরা বিষয়টি আবার তার কাছে তুলে ধরে বলেছি- ইস্যুটি আমরা কতটা গুরুত্বের সঙ্গে নিয়েছি।”

নরওয়ের এসব কথার জবাবে সৌদি রাষ্ট্রদূত কী বলেছেন তা জানান নি আইনে এরিকসেন।

যুবরাজ বিন সালমান (বামে) ও নিহত জামাল খাশোগি

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে খ্যাতনামা সাংবাদিক খাশোগিকে হত্যা করে সৌদি ঘাতক টিম। গত বছর যুবরাজ মুহাম্মদ বিন সালমান সৌদি আরবের ক্ষমতার কেন্দ্রে আসার পর থেকে রোষানলে পড়েন ৫৯ বছর বয়সী খাশোগি। তিনি দেশ ছেড়ে স্বেচ্ছা নির্বাসনে আমেরিকা চলে যান। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এ যুবরাজের কর্মকাণ্ডের সমালোচনা করে একের পর এক কলাম লিখেছিলেন খাশোগি। অভিযোগ রয়েছে, যুবরাজের নির্দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ হত্যা সংঘটিত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২