ট্রাম্পের কঠোর নীতি; নিরাপত্তা হেফাজতে অভিবাসনপ্রত্যাশী শিশুর মৃত্যু
(last modified Sat, 15 Dec 2018 15:06:41 GMT )
ডিসেম্বর ১৫, ২০১৮ ২১:০৬ Asia/Dhaka
  • ট্রাম্পের কঠোর নীতি; নিরাপত্তা হেফাজতে অভিবাসনপ্রত্যাশী শিশুর মৃত্যু

মার্কিন হেফাজতে অভিবাসনপ্রত্যাশী এক শিশু মারা গেছে। আমেরিকার সীমান্তরক্ষী বাহিনীর হেফাজতে যাওয়ার পর তার মৃত্যু হয়। গুয়াতেমালা থেকে বাবার সঙ্গে আসা কন্যা শিশুটির বয়স সাত বছর।

উন্নত জীবনের প্রত্যাশায় বাবার সঙ্গে এই শিশু বয়সেই দুর্গম পথ পাড়ি দিয়ে আমেরিকায় প্রবেশের চেষ্টা করেছিল শিশুটি। বেশি দূর এগোতে পারেনি, সীমান্তেই বাবার সঙ্গে ধরা পড়ে। তবে অবৈধ প্রবেশের অভিযোগ নিয়ে শিশুটিকে আর দেশে ফিরতে হয়নি। সেখানেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি।

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট জানিয়েছে,  কয়েক দিন শিশুটি খাবার খায়নি, পানিও পায়নি। পানিশূন্যতায় শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

৬ ডিসেম্বর আমেরিকা-মেক্সিকো সীমান্ত অতিক্রমের সময় ১৬৩ জনের একটি দলের সঙ্গে ওই শিশু ও তার বাবাকে আটক করা হয়। অভিবাসনপ্রত্যাশী ওই দলে অভিভাবক ছাড়া ৫০ জন শিশু ছিল। শিশুটির মৃত্যুর মধ্য দিয়ে অভিবাসননীতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর মনোভাব প্রদর্শনের বিষয়টি আবার আলোচনায় এসেছে। শিশু মৃত্যুর ঘটনার সমালোচনা করেছে মার্কিন ডেমোক্র্যাটিক পার্টি। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫

ট্যাগ