‘মেক্সিকো ওয়াল’ নির্মাণে অর্থ দিতে চায় নি কংগ্রেস, অচলাবস্থায় মার্কিন সরকার
(last modified Sat, 22 Dec 2018 12:20:12 GMT )
ডিসেম্বর ২২, ২০১৮ ১৮:২০ Asia/Dhaka
  • হোয়াইট হাউস
    হোয়াইট হাউস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার ‘মেক্সিকো ওয়াল’ নির্মাণের জন্য অর্থ চেয়ে যে বিল উত্থাপন করেছিল কংগ্রেসে ক্ষমতাসীন রিপাবলিকান দল তা পাস করতে ব্যর্থ হয়েছে। ফলে মার্কিন সরকার আংশিকভাবে অচলাবস্থার মুখে পড়েছে। কংগ্রেসে বিরোধী ডেমোক্র্যাট দল কঠোরভাবে ওই বিলের বিরোধিতা করে।

গতকাল (শুক্রবার) কংগ্রেসের দুই কক্ষেই দফায় দফায় উত্তেজনাপূর্ণ আলোচনার পরও বিলটি পাসের বিষয়ে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয় রিপাবলিকান ও ডেমোক্র্যাট দল। ফলে মধ্যরাতের দিকে ট্রাম্পের সরকার আংশিকভাবে অচলাবস্থার মধ্যে পড়ে। আগামী জানুয়ারি মাসে বিরোধী ডেমোক্র্যাট দল কংগ্রেসের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেবে। ধারণা করা হচ্ছে তখন দেশটির সরকার আরো বহু চ্যালেঞ্জের মুখে পড়বে।  

ডোনাল্ড ট্রাম্প

গতকাল এ বিল আটকে যাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প তার সরকারের দীর্ঘমেয়াদি অচলাবস্থার ব্যাপারে সতর্ক করে টুইটারে পোস্ট দিয়েছেন। বিলটি পাসের বিষয়ে দুই দলের নেতাদের মধ্যে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত আলোচনা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।#  

পার্সটুডে/এসআইবি/২২

ট্যাগ