ফ্লোরিডার ব্যাংকে গুলি চালিয়ে ৫ জনকে হত্যা; পরে আত্মসমর্পণ
https://parstoday.ir/bn/news/world-i67566-ফ্লোরিডার_ব্যাংকে_গুলি_চালিয়ে_৫_জনকে_হত্যা_পরে_আত্মসমর্পণ
আমেরিকার  মধ্য-ফ্লোরিডার একটি ব্যাংকে ঢুকে গুলি করে ৫ জনকে হত্যা করেছে এক অস্ত্রধারী। এরপর সে নিজেই সোয়াত টিমের কাছে আত্মসমর্পণ করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৪, ২০১৯ ১৩:৩৯ Asia/Dhaka
  • গুলিবর্ষণের পর ঘটনাস্থল ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী
    গুলিবর্ষণের পর ঘটনাস্থল ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী

আমেরিকার  মধ্য-ফ্লোরিডার একটি ব্যাংকে ঢুকে গুলি করে ৫ জনকে হত্যা করেছে এক অস্ত্রধারী। এরপর সে নিজেই সোয়াত টিমের কাছে আত্মসমর্পণ করেছে।

গতকাল (বুধবার) এ ঘটনা ঘটেছে এবং বার্তা সংস্থা এপি খবরটি দিয়েছে। খবরে বলা হয়েছে, হামলাকারী জেফেন জ্যাভের নিজেই পুলিশকে ফোন করে জানায় যে, মধ্য-ফ্লোরিডার সেব্রিং এলাকায় একটি ব্যাংকের ভেতরে ঢুকে সে গুলি করেছে। ফলে তাকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়। এ সময় সে নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করার জন্য সমঝোতা চালাতে থাকে। কিন্তু তা ব্যর্থ হয়।

হামলাকারী জেফেন জ্যাভের

এক পর্যায়ে ওই ব্যাংকের ভিতর প্রবেশ করে সোয়াত টিম। এ সময় হামলাকারী আত্মসমর্পণ করে।  কি উদ্দেশে সে এই হামলা করেছে তা তাৎক্ষণিকভাবে বলতে পারেন নি তদন্তকারীরা। তাছাড়া নিহতদের পরিচয়ও সনাক্ত করা যায় নি।

ঘটনার পর সেব্রিংয়ের পুলিশ প্রধান কার্ল হগলান্ড সংবাদ সম্মেলনে বলেছেন, এ দিনটি আমাদের জন্য এক বিয়োগান্তক দিন। একটি কান্ডজ্ঞানহীন অপরাধে আমরা এতগুলো প্রাণ হারালাম।#

পার্সটুডে/এসআইবি/২৪