আফগান রাজনীতিবিদদের সঙ্গে রাশিয়ায় তালেবানের নজিরবিহীন বৈঠক
https://parstoday.ir/bn/news/world-i67889-আফগান_রাজনীতিবিদদের_সঙ্গে_রাশিয়ায়_তালেবানের_নজিরবিহীন_বৈঠক
আফগানিস্তানের শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদদের সঙ্গে তালেবানের নজিরবিহীন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানী মস্কোয় গতকাল (মঙ্গলবার) এ বৈঠক অনুষ্ঠিত হয় তবে সেখানে আফগান সরকারের কোনো প্রতিনিধি ছিলেন না। বৈঠকে দুপক্ষই অন্তর্বর্তী সরকার গঠনের বিষয় নিয়ে আলোচনা করেছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০১৯ ১১:৫১ Asia/Dhaka
  • মস্কোয় তালেবান ও আফগান রাজনীতিবিদদের বৈঠক
    মস্কোয় তালেবান ও আফগান রাজনীতিবিদদের বৈঠক

আফগানিস্তানের শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদদের সঙ্গে তালেবানের নজিরবিহীন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানী মস্কোয় গতকাল (মঙ্গলবার) এ বৈঠক অনুষ্ঠিত হয় তবে সেখানে আফগান সরকারের কোনো প্রতিনিধি ছিলেন না। বৈঠকে দুপক্ষই অন্তর্বর্তী সরকার গঠনের বিষয় নিয়ে আলোচনা করেছে।

আন্ত-আফগান এ বৈঠকে আফগানিস্তানে নিয়ে তাদের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরে তালেবান। এর মধ্যে নারীদের বিষয়ে তালেবানের দৃষ্টিভঙ্গি ও দেশের সংবিধান পরিবর্তনের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে। নতুন সংবিধান ইসলামি বিশেষজ্ঞরা প্রণয়ণ করবেন বলে তালেবান জানিয়েছে।

শের মোহাম্মাদ আব্বাস স্তানিকজাই

বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। তিনি এ বৈঠককে খুবই সন্তোষজনক বলে মন্তব্য করেন। হামিদ কারজাই ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।  

বৈঠক সম্পর্কে তালেবানের প্রধান আলোচক শের মোহাম্মাদ আব্বাস স্তানিকজাই বলেন, “আমরা মনে করি সরকারের এই আলোচনার অংশীদার হওয়া দরকার।  আমরা আশা করেছিলাম তারা আজ এখানে আসবে।” তিনি বলেন, মস্কো আলোচনা হচ্ছে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ।#

পার্সটুডে/এসআইবি/৬