আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে তেহরানের প্রস্তুতি
-
পাক-আফগান উত্তেজনা কমাতে তেহরানের প্রস্তুতি
পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে সাহায্য করার জন্য তেহরানের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক "মোহাম্মদ রেজা বাহরামি", আজ (রবিবার, ১২ অক্টোবর) পাকিস্তানের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি "সাদিক খান"র সাথে টেলিফোনে কথোপকথন করেছেন।
এই কথোপকথনে, এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী, বিশেষ করে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে আলোচনা ও মূল্যায়ন করা হয়েছে। উভয় পক্ষই বিবদমান দু'দেশের মধ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠা, উত্তেজনা হ্রাস এবং আঞ্চলিক সংহতি জোরদার করার গুরুত্বের ওপর জোর দিয়েছে।
এই কথোপকথনে বাহরামি আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে সাহায্য করার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রস্তুতির কথা জানান।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গত ১১ অক্টোবর, শনিবার সন্ধ্যায় ইরানি ব্রডকাস্টিং কর্পোরেশনের নিউজ চ্যানেলে একটি বিশেষ টক-শো'তে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ সম্পর্কে বলেন: "আমাদের অবস্থান হল উভয় পক্ষকেই সংযম প্রদর্শন করতে হবে। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সম্পর্কের স্বাভাবিকতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইরান অবদান রাখতে চায়।" এ উদ্দেশ্যে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আফগানিস্তান বিষয়ক ইরানের বিশেষ প্রতিনিধি হিসেবে দুই পররাষ্ট্রমন্ত্রী একে অপরের সাথে মতবিনিময় করবেন। আরাকচি বলেন: আল্লাহর ইচ্ছায় আমাদের আফগান বন্ধুদের সাথে একই পরামর্শ করা হবে যাতে আমরা এই সমস্যাটি ভিন্ন উপায়ে সমাধান করতে পারি।#
পার্সটুডে/এনএম/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।