ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমাবে দক্ষিণ আফ্রিকা
(last modified Sat, 09 Mar 2019 08:53:46 GMT )
মার্চ ০৯, ২০১৯ ১৪:৫৩ Asia/Dhaka
  • দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ক্রিল রামাফোসা
    দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ক্রিল রামাফোসা

ইহুদিবাদী ইসরাইলে অবস্থিত দক্ষিণ আফ্রিকার দূতাবাসের মর্যাদা কমানোর পরিকল্পনা নিয়েছে কেপটাউন। গতকাল (শুক্রবার) জাতীয় সংসদে দেয়া বক্তৃতায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ক্রিল রামাফোসা একথা জানিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘনের প্রতিবাদে এ পরিকল্পনা করছে তার সরকার।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী লিন্ডিউয়ি সিসুলু এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করছেন। রামাফোসা আরো জানান, ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বা এএনসি ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমানোর এই পরিকল্পনা নিয়েছে।

দূতাবাস ভবনে দক্ষিণ আফ্রিকার পতাকা

ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের হত্যা-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য ২০১৭ সালের জাতীয় সম্মেলন থেকে তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছিল এএনসি। সে সময় সিদ্ধান্ত হয় যে, ইসরাইলে দূতাবাস না রেখে একটি লিয়াজোঁ অফিস রাখবে দক্ষিণ আফ্রিকা সরকার। সে সময় এএনসি আরো বলেছিল যে, মানবাধিকার ও আন্তর্জাতিক লঙ্ঘনের জন্য ইসরাইলকে মূল্য  দিতে হবে।#

পার্সটুডে/এসআইবি/৯

ট্যাগ