পাকিস্তান ডে’র প্যারেডে প্রধান অতিথি মাহাথির
(last modified Wed, 13 Mar 2019 14:39:11 GMT )
মার্চ ১৩, ২০১৯ ২০:৩৯ Asia/Dhaka
  • পাকিস্তান ডে\'র প্যারেড (ফাইল ফটো)
    পাকিস্তান ডে\'র প্যারেড (ফাইল ফটো)

পাকিস্তানের জাতীয় দিবসের প্যারেড অনুষ্ঠানে এবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মুহাম্মাদ। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে একথা জানিয়েছে। আগামী ২৩ মার্চ পাকিস্তান ডে প্যারেড অনুষ্ঠিত হবে।

আইএসপিআরর মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর আরো জানিয়েছেন, আজারবাইজানের প্রতিরক্ষামন্ত্রী, বাহরাইনের সেনাপ্রধান এবং ওমান থেকে কয়েকজন সরকারি কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

প্যারেডে তুরস্কের এফ-১৬ জঙ্গিবিমান ও চীনের জেএফ-১০ বিমান ফ্লাইপাস্ট করবে। এছাড়া আজারবাইজান, বাহরাইন, সৌদি আরব ও শ্রীলঙ্কার সেনাবাহিনীর প্যারাট্রুপাররা এতে অংশ নেবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মুহাম্মাদ

৯৪০ সালে উত্থাপিত লাহোর প্রস্তাবের স্মরণে ২৩ মার্চ পাকিস্তান জাতীয় দিবস পালন করে আসছে। লাহোরের মিন্টো পার্কে অল ইন্ডিয়া মুসলিম লীগের পক্ষ থেকে লাহোর প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের জন্য আলাদা আবাসভূমির দাবি করা হয়। পরবর্তীতে এ প্রস্তাবের ভিত্তিতেই ভারত ও পাকিস্তান বিভক্ত হয়েছিল।#

পার্সটুডে/এসআইবি/১৩