‘ব্রেক্সিট ইস্যু: থেরেসা মে-কে সরিয়ে দেয়ার পরিকল্না করছেন মন্ত্রীরা’
https://parstoday.ir/bn/news/world-i69102
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-কে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করছেন তার নিজ দলের মন্ত্রীরা। ব্রেক্সিট ইস্যুতে তার ওপর প্রধানমন্ত্রীর পদ ছাড়ার চাপ সৃষ্টি করা হয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মার্চ ২৪, ২০১৯ ১৮:৫৭ Asia/Dhaka
  • ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে
    ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-কে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করছেন তার নিজ দলের মন্ত্রীরা। ব্রেক্সিট ইস্যুতে তার ওপর প্রধানমন্ত্রীর পদ ছাড়ার চাপ সৃষ্টি করা হয়েছে।

গতকাল (শনিবার) রাজপথে প্রায় ১০ লাখ মানুষ ব্রেক্সিট ইস্যুতে দ্বিতীয় গণভোটের দাবিতে বিক্ষোভ করে এরপর মে-কে নিজ দল কনজারভেটিভ পার্টির অনেক সিনিয়র নেতা সাফ জানিয়ে দিয়েছেন, তিনি পদত্যাগের প্রতিশ্রুতি দিলেই কেবল তার ব্রেক্সিট ইস্যুতে সমর্থন দেবেন তারা।

ব্রেক্সিট ইস্যুতে লন্ডনে বিক্ষোভ

এ অবস্থায় থেরেসা মে’র বিরুদ্ধে কয়েকজন মন্ত্রী যে প্রচেষ্টা নিয়েছেন তাকে মন্ত্রপরিষদের অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত করছে বৃটিশ গণমাধ্যম। বলা হচ্ছে, এমন অভ্যুত্থান বা পরিকল্পনার কারণে থেরেসা মের জন্য ১০ নং ডাউনিং স্ট্রিটের দিন ফুরিয়ে এসেছে। আগামী কয়েক দিন পরই তাকে ছাড়তে হতে পারে ১০ নং ডাউনিং স্ট্রিট।

অনলাইন স্কাই নিউজ বলছে, তেরেসা মে-কে সরিয়ে দিয়ে সে পদে বসানো হবে ডেভিড লিডিংটন অথবা মাইকেল গভকে। দ্যা সানডে টাইমসকে ১১ জন মন্ত্রী বলেছেন, তারা চান প্রধানমন্ত্রী থেরেসা মে পদ থেকে সরে দাঁড়ান যাতে এ পদে নতুন কাউকে বসানোর পথ তৈরি হয়।# 

পার্সটুডে/এসআইবি/২৪