অ্যাসাঞ্জকে আটকের ঘটনা আন্তর্জাতিক ফোরামে নিয়ে যাবে রাশিয়া
-
অ্যাসাঞ্জকে আটক করে নিয়ে যাচ্ছে ব্রিটিশ পুলিশ (বৃহস্পতিবারের ছবি)
অনুসন্ধানী ওয়েবসাইট উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের আটকের ঘটনাকে আন্তর্জাতিক ফোরামগুলোতে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ ঘোষণা দিয়ে বলেছেন, সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠনগুলোর উচিত অ্যাসাঞ্জের অপ্রত্যাশিত গ্রেফতারের ঘটনাটির প্রতিবাদ করা।
আমেরিকার বহু অপকর্মের গোপন তারবার্তা প্রকাশ করে দিয়ে বিশ্বব্যাপী সাড়া ফেলে দিয়েছিলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ।
জাখারোভা মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, জুলিয়ান অ্যাসাঞ্জের গ্রেফতারের ঘটনায় বাক স্বাধীনতা ও তথ্য প্রকাশের অধিকার লঙ্ঘিত হয়েছে এবং এটি সাংবাদিকদের অধিকারকে মারাত্মকভাবে পদদলিত করেছে। লন্ডনস্থ ইকুয়েডরের দূতাবাস থেকে অ্যাসাঞ্জকে টেনেহিঁচড়ে বের করে আনার ঘটনায় তার অবমাননা হয়েছে বলেও মন্তব্য করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে বৃহস্পতিবার লন্ডনের ইকুয়েডরের দূতাবাস থেকে গ্রেফতার করা হয়। ২০১২ সালে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন তিনি।
ব্রিটিশ পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ইকুয়েডর সরকার ৪৭ বছর বয়সি অ্যাসাঞ্জের আশ্রয় বাতিল করার পর দেশটির দূতাবাসে পুলিশকে আমন্ত্রণ জানানো হয়। ইকুয়েডরের রাষ্ট্রদূত এ আমন্ত্রণ জানান। ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েক ব্যক্তি জোরপূর্বক অ্যাসাঞ্জকে দূতাবাসে ভেতর থেকে বের করে অঙ্গনে রাখা পুলিশের গাড়িতে তুলছেন।
জুলিয়ান অ্যাসাঞ্জ ২০১২ সালের ১৯ জুন লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন। গ্রেফতার এবং তার পরিণামে আমেরিকায় ফেরত পাঠানোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এমনটি করেছিলেন তিনি।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৩