সুদানে বেসামরিক প্রশাসনের দাবিতে বিক্ষোভ চলছে; পররাষ্ট্র সচিব বরখাস্ত
(last modified Fri, 19 Apr 2019 10:57:50 GMT )
এপ্রিল ১৯, ২০১৯ ১৬:৫৭ Asia/Dhaka
  • বিক্ষোভরত সুদানি জনগণ
    বিক্ষোভরত সুদানি জনগণ

সুদানে বেসামরিক প্রশাসনের দাবিতে রাজধানী খার্তুমে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। গতকাল (বৃহস্পতিবার) থেকে রাজধানীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে নতুনকরে অবস্থান নিয়েছেন হাজার হাজার মানুষ।

তারা অবিলম্বে রাষ্ট্রীয় ক্ষমতা বেসামরিক প্রশাসনের কাছে হস্তান্তরের দাবি জানাচ্ছেন। বিক্ষোভকারীদের হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড শোভা পাচ্ছে।

এদিকে, সুদানের পররাষ্ট্র সচিব বদরউদ্দিন আব্দুল্লাহ মোহাম্মাদ আহমাদকে বরখাস্ত করা হয়েছে। কাতারের একটি প্রতিনিধি দল সুদান সফর করবেন বলে একটি খবর গণমাধ্যমে প্রকাশের পর তাকে বরখাস্ত করে। পররাষ্ট্র সচিব দেশটির অন্তবর্তীকালীন সামরিক কাউন্সিলের সঙ্গে পরামর্শ না করেই খবরটি প্রকাশ করেছেন। এ কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

সম্প্রতি ব্যাপক বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট ওমর আল বশির ক্ষমতা থেকে সরে দাঁড়িয়েছেন। এরপর ক্ষমতা নিয়েছে সামরিক কাউন্সিল। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ এরইমধ্যে এই কাউন্সিলের প্রতি সমর্থন ঘোষণা করেছে। তবে সুদানের জনগণ সামরিক শাসন প্রত্যাহারের দাবি জানাচ্ছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৯

ট্যাগ