নাইজেরিয়ার মুসলিম নেতা যাকযাকিকে চিকিৎসার অনুমতি; স্বাগত জানাল ইরান
https://parstoday.ir/bn/news/world-i69903-নাইজেরিয়ার_মুসলিম_নেতা_যাকযাকিকে_চিকিৎসার_অনুমতি_স্বাগত_জানাল_ইরান
অবশেষে নাইজেরিয়ার সরকার দেশটির ইসলামি আন্দোলনের নেতা কারাবন্দি ইব্রাহিম যাকযাকিকে চিকিৎসার অনুমতি দিয়েছে। ব্রিটেন ভিত্তিক ' ইসলামি মানবাধিকার কমিশনে'র একদল চিকিৎসক যাকযাকির স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছে। চিকিৎসকরা কারাগারে যাকযাকির সঙ্গে দেখা করে তার স্বাস্থ্য পরীক্ষা করবেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৭, ২০১৯ ১৭:৫২ Asia/Dhaka
  • মুসাভি
    মুসাভি

অবশেষে নাইজেরিয়ার সরকার দেশটির ইসলামি আন্দোলনের নেতা কারাবন্দি ইব্রাহিম যাকযাকিকে চিকিৎসার অনুমতি দিয়েছে। ব্রিটেন ভিত্তিক ' ইসলামি মানবাধিকার কমিশনে'র একদল চিকিৎসক যাকযাকির স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছে। চিকিৎসকরা কারাগারে যাকযাকির সঙ্গে দেখা করে তার স্বাস্থ্য পরীক্ষা করবেন।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি আজ (শনিবার) যাকযাকি'র চিকিৎসার অনুমতি দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

শেইখ ইব্রাহিম যাকযাকি

তিনি বলেছেন, ইরান আশা করছে শেখ ইব্রাহিম যাকযাকি ও তার স্ত্রী'র চিকিৎসায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে এবং প্রয়োজনে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে। নাইজেরিয়ার সরকার শেইখ যাকযাকিকে মুক্তি দেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।     

২০১৫ সালে যারিয়া শহরে যাকযাকির বাসভবনে হামলা চালায় নাইজেরিয়ার সেনাবাহিনী। এ হামলায় যাকযাকির দুই ছেলে ও তার শত শত সমর্থক শহীদ হন।  এ সময় ইব্রাহিম যাকযাকিকে আহত অবস্থায় আটক করা হয়।

নাইজেরিয়ার একটি আদালত যাকযাকিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিলেও সরকার এখন পর্যন্ত তাকে আটক রেখেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭