ট্রাম্প ও নেতানিয়াহুর ক্যারিকেচার সরিয়ে ফেলল নিউ ইয়র্ক টাইমস
https://parstoday.ir/bn/news/world-i69947-ট্রাম্প_ও_নেতানিয়াহুর_ক্যারিকেচার_সরিয়ে_ফেলল_নিউ_ইয়র্ক_টাইমস
মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে আঁকা একটি যথার্থ ক্যারিকেচার প্রকাশ করেও পরে তা সরিয়ে ফেলতে বাধ্য হয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
এপ্রিল ২৯, ২০১৯ ০৭:১০ Asia/Dhaka
  • ট্রাম্প ও নেতানিয়াহুর ক্যারিকেচার সরিয়ে ফেলল নিউ ইয়র্ক টাইমস

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে আঁকা একটি যথার্থ ক্যারিকেচার প্রকাশ করেও পরে তা সরিয়ে ফেলতে বাধ্য হয়েছে।

২৫ এপ্রিল বৃহস্পতিবার প্রকাশিত ওই ক্যারিকেচারে নেতানিয়াহুকে ট্রাম্পের পথ প্রদর্শনকারী কুকুর হিসেবে চিত্রায়িত করা হয়।  এতে দেখানো হয়, কুকুর নেতানিয়াহুর গলায় পরানো দড়ি ধরে আছেন ট্রাম্প এবং কুকুর যেদিকে নিয়ে যাচ্ছে ট্রাম্প সেদিকেই যাচ্ছেন।

কিন্তু এটি প্রকাশের পর কথিত বাক স্বাধীনতার দেশে নিউ ইয়র্ক টাইমসের ওপর প্রচণ্ড রাজনৈতিক চাপ সৃষ্টি করা হয়। ফলে দৈনিকটি ওই ক্যারিকেচার প্রকাশের জন্য ক্ষমা প্রার্থনার পাশাপাশি নিজের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে ক্যারিকেচারটি সরিয়ে ফেলতে বাধ্য হয়।

২৫ এপ্রিল বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমসে ক্যারিকেচারটি প্রকাশিত হয়

নিউ ইয়র্ক টাইমস এমন সময় ওই ক্যারিকেচার প্রকাশ করেছিল যখন ট্রাম্প নেতানিয়াহুর দিক-নির্দেশনায় ফিলিস্তিন সংকট সমাধানের জন্য কথিত ‘শতাব্দির সেরা চুক্তি’ নামক পরিকল্পনা উত্থাপন করতে যাচ্ছেন। অবশ্য সৌদি আরব’সহ আরো কিছু আরব দেশ এরইমধ্যে এই পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছে।

এই পরিকল্পনায় মুসলমানদের প্রথম কিবলা খ্যাত নগরী বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলকে দিয়ে দেয়ার কথা বলা হয়েছে। সেইসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তনের অধিকার কেড়ে নেয়া হয়েছে এবং জর্দান নদীর পশ্চিম তীর ও গাজা উপত্যকায় সীমাবদ্ধ হয়ে পড়া ভূমি নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। অবশ্য ওই পরিকল্পনায় ফিলিস্তিন রাষ্ট্রকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সমান মর্যাদা দেয়া হয়নি। #

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/২৯