ওয়াল স্ট্রিটে ঐতিহাসিক পতন; ট্রাম্প আমলে শেয়ারবাজারে সবচেয়ে বড় ধ্বস
https://parstoday.ir/bn/news/world-i152868-ওয়াল_স্ট্রিটে_ঐতিহাসিক_পতন_ট্রাম্প_আমলে_শেয়ারবাজারে_সবচেয়ে_বড়_ধ্বস
পার্সটুডে: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর বৈঠক বাতিল এবং শুল্ক বাড়ানোর হুমকির জেরে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে সবচেয়ে বড় ধস নেমেছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
অক্টোবর ১১, ২০২৫ ১৮:০২ Asia/Dhaka
  • আমেরিকার শেয়ারবাজারগুলো ব্যাপক পতনের মুখে পড়ে সপ্তাহজুড়ে অর্জিত সব মুনাফা হারিয়েছে।
    আমেরিকার শেয়ারবাজারগুলো ব্যাপক পতনের মুখে পড়ে সপ্তাহজুড়ে অর্জিত সব মুনাফা হারিয়েছে।

পার্সটুডে: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর বৈঠক বাতিল এবং শুল্ক বাড়ানোর হুমকির জেরে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে সবচেয়ে বড় ধস নেমেছে।

আমেরিকার শেয়ারবাজারগুলো ব্যাপক পতনের মুখে পড়ে সপ্তাহজুড়ে অর্জিত সব মুনাফা হারিয়েছে। এই ঐতিহাসিক পতন, যা ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে সর্ববৃহৎ ধস হিসেবে বিবেচিত হচ্ছে। চীনের প্রেসিডেন্টের সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক বাতিলের ঘোষণা এবং 'ব্যাপক মাত্রায় শুল্ক বৃদ্ধি'র হুমকির পরে এই ঘটনা ঘটেছে।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দিনের শেষে ওয়াল স্ট্রিটের প্রধান সূচকগুলো এপ্রিল মাসের পর সবচেয়ে দ্রুত পতনের মুখে পড়ে এবং সপ্তাহের সমস্ত লভ্যাংশ মুছে যায়। এই পতনের মূল কারণ ছিল যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে পুনরায় বাণিজ্যিক উত্তেজনা বৃদ্ধি।

  • ডাও জোন্স (Dow Jones) সূচক প্রায় ৯০০ পয়েন্ট (অর্থাৎ ২.৪ শতাংশ) কমে যায়।
  • নাসডাক (Nasdaq) সূচক ৩.৫ শতাংশেরও বেশিহ্রাস পায়।
  • এসঅ্যান্ডপি ৫০০ (S&P 500) সূচক ২.৫ শতাংশ কমে।
  • কোয়ালকম (Qualcomm)–এর শেয়ার প্রায় ৭ শতাংশ পড়ে যায়।

ট্রাম্প তাঁর সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল (Truth Social)–এ এক পোস্টে জানান, বর্তমান পরিস্থিতির কারণে তিনি এপেক (APEC) সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করছেন। তিনি আরও বলেন, আমদানি করা চীনা পণ্যের ওপর “বৃহৎ মাত্রার শুল্ক বৃদ্ধি” আরোপ করার বিষয়টি প্রশাসনের বিবেচনায় রয়েছে।

এই ঘোষণার পর বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে নতুন করে বাণিজ্যযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা জোরদার হয় এবং বৈশ্বিক বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়।#

পার্সটুডে/এমএআর/১১