ইকুয়েডরে ৭.৮ মাত্রার ভূমিকম্প: জরুরি অবস্থা ঘোষণা, নিহত ২৮
(last modified Sun, 17 Apr 2016 04:32:02 GMT )
এপ্রিল ১৭, ২০১৬ ১০:৩২ Asia/Dhaka
  • ইকুয়েডরে ৭.৮ মাত্রার ভূমিকম্প: জরুরি অবস্থা ঘোষণা, নিহত ২৮

লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রাত ১১টা ৫৮ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানলে অন্তত ২৮ ব্যক্তি নিহত হয়। দেশটির ছয়টি প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা এবং জাতীয় গার্ড বাহিনীকে তলব করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

রাজধানী কুইটো থেকে ১০০ মাইলের বেশি দূরে ভূমিকম্পের কেন্দ্র ছিল বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বা ইউএসজিএস। ভূমিকম্পকে কেন্দ্র করে সুনামি আঘাত হানতে পারে বলে সতর্কবার্তা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে এক মিটার বা ৩.২ ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। রাজধানীর অর্ধেক এলাকায় বিদ্যুৎ এবং টেলিফোন সেবা অচল হয়ে গেছে।

প্রশান্ত মহাসাগরের ভূতাত্ত্বিক দিক থেকে অস্থির অঞ্চলে অবস্থিত ইকুয়েডর হওয়ায় দেশটি মাঝে মাঝেই ভূমিকম্পের শিকারে পরিণত হয়। অশ্বখুরাকৃতির এ অঞ্চলটি কথিত অগ্নি বলয় নামে পরিচিত।#

মূসা রেজা/১৭

ট্যাগ