তেল ট্যাংকারে হামলার বিষয়ে তড়িঘড়ি কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন না: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i71211-তেল_ট্যাংকারে_হামলার_বিষয়ে_তড়িঘড়ি_কোনো_সিদ্ধান্তে_পৌঁছাবেন_না_রাশিয়া
ওমান সাগরে দুটি তেলবাহী ট্যাংকারে হামলার বিষয়ে তড়িঘড়ি করে সিদ্ধান্তে না পৌঁছনোর জন্য আমেরিকাকে হুঁশিয়ার করেছে রাশিয়া। ওই হামলার জন্য আমেরিকা ইসলামি প্রজাতন্ত্র ইরানকে দায়ী করছে। কিন্তু রাশিয়া আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জুন ১৫, ২০১৯ ০৯:১৪ Asia/Dhaka
  • ওমান সাগরে হামলার শিকার একটি জাহাজ
    ওমান সাগরে হামলার শিকার একটি জাহাজ

ওমান সাগরে দুটি তেলবাহী ট্যাংকারে হামলার বিষয়ে তড়িঘড়ি করে সিদ্ধান্তে না পৌঁছনোর জন্য আমেরিকাকে হুঁশিয়ার করেছে রাশিয়া। ওই হামলার জন্য আমেরিকা ইসলামি প্রজাতন্ত্র ইরানকে দায়ী করছে। কিন্তু রাশিয়া আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে।

গতকাল (শুক্রবার) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “আমরা মনে করি তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো থেকে বিরত থাকা জরুরি।”

গত বৃহস্পতিবার সকালে ওমান সাগরে দুটি বিশাল তেলবাহী ট্যাংকে সন্দেহজনক হামলা হয়। এতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। একটি জাহাজ জাপানি মালিকানাধীন, অন্য জাহাজটি মারশাল আইল্যাণ্ডের। হামলার পরপরই নিকটবর্তী দেশগুলোতে বিপদ সংকেত পাঠানো হয় এবং দ্রতই ইরানি উদ্ধারকারী জাহাজ হামলার শিকার জাহাজ দুটি থেকে সব ক্রুকে উদ্ধার করে।  

জাপানি মালিক ইউতাকা কাতাদা মাকিৃন দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন

ঘটনার পরপরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানকে দায়ী করেন এবং সৌদি আরব ও ব্রিটেন তাতে সমর্থন দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গতকাল (শুক্রবার) একই অভিযোগ করেছেন। তারা বলছেন, জাহাজ দুটিতে ইরানের পেতে রাখা মাইন আঘাত করেছ। তবে একটি ট্যাংকারের জাপানি মালিক বলেছেন, জাহাজে উড়ন্ত কোনো বস্তু আঘাত হেনেছে।#  

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।