জনমত জরিপে পিছিয়ে: দ্বিতীয় মেয়াদে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ট্রাম্প
(last modified Wed, 19 Jun 2019 08:38:22 GMT )
জুন ১৯, ২০১৯ ১৪:৩৮ Asia/Dhaka
  • প্রথম নির্বাচনী প্রচারণায় ট্রাম্প
    প্রথম নির্বাচনী প্রচারণায় ট্রাম্প

জনমত জরিপে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে ফ্লোরিডার অরল্যান্ডোতে কয়েক হাজার সমর্থকের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণা শুরুর ঘোষণা দেন। এ সময় তিনি ফ্লোরিডাকে নিজের দ্বিতীয় বাড়ি হিসেবে অভিহিত করেন।

রিপাবলিকান দলের এই প্রার্থী প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটদের কড়া সমালোচনা করেন। প্রথম সভাতেই তিনি বলেন, “তারা এই দেশটাকে ছিন্নভিন্ন করে দেয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা জনগণের দ্বারা, জনগণের জন্য সরকার পুনঃপ্রতিষ্ঠা করেছি। যতদিন আপনারা এই টিমকে ক্ষমতায় রাখবেন, ততদিন আমরা চমৎকারভাবে এগিয়ে যাব।”

এদিকে, প্রাথমিকভাবে চালানো এক জরিপের ফলাফল বলছে, ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থীদের চেয়ে অনেকখানি পিছিয়ে রয়েছেন ট্রাম্প। নির্বাচনী প্রচারণা শুরু একদিন আগে কয়েক লাখ অবৈধ অভিবাসীকে আমেরিকা থেকে বের করে দেয়ার ঘোষণা দেন ট্রাম্প।#

পার্সটুডে/এসআইবি/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ