মার্কিন ফুটেজ দিয়ে কিছুই প্রমাণ হয় না: রাশিয়া
(last modified Wed, 19 Jun 2019 10:52:49 GMT )
জুন ১৯, ২০১৯ ১৬:৫২ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

ওমান সাগরে তেলবাহী ট্যাংকারে হামলার বিষয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের জড়িত থাকা নিয়ে আমেরিকা কথিত যে প্রমাণ উপস্থাপন করেছে তাকে ‘খুবই ভাসাভাসা’ বলে অভিহিত করেছে রাশিয়া। মস্কো বলেছে, আমেরিকার সরবরাহ করা এ ভিডিও ফুটেজ থেকে কিছুই প্রমাণ হয় না।

রুশ বার্তা সংস্থা তাস-কে দেয়া সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গতকাল (মঙ্গলবার) এসব কথা বলেন। তিনি বলেন, “হামলায় জড়িতদের ব্যাপারে আমাদের কাছে এ ধরনের গোয়েন্দা তথ্য নেই।” হামলার বিষয়ে আমেরিকা যে ভিডিও ফুটেজ দিয়েছে তা নিয়ে ল্যাভরভ সন্দেহ প্রকাশ করেন।

ওমান সাগরে হামলার শিকার একটি তেলবাহী জাহাজ

গত ১৩ জুন ওমান সাগরে দুটি তেলবাহী জাহাজে সন্দেহজনক হামলা হয়। এর মধ্যে একটি জাপানি মালিকানাধীন ও অন্যটি নরওয়ের মালিকানাধীন জাহাজ। হামলার জন্য তড়িঘড়ি করে আমেরিকা ইরানকে দায়ী করে এবং অল্প সময়ের মধ্যে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে। ইউরোপের বেশিরভাগ দেশসহ অনেকেই এ ফুটেজকে গ্রহণযোগ্য প্রমাণ মনে করছেন না। খোদ জাহাজের মালিক জাপানি কোম্পানিও আমরিকার দাবির বিপরীতে বলেছে, জাহাজে উড়ন্ত কোনো বস্তু আঘাত হেনেছে। আমেরিকা দাবি করছে, ইরানের পেতে রাখা মাইন বিস্ফোরণে জাহাজে আগুন ধরে যায়।#     

পার্সটুডে/এসআইবি/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ