আমাকে এড়িয়ে কূটনীতি পরিচালনা করেছেন কুশনার: মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
(last modified Fri, 28 Jun 2019 11:18:17 GMT )
জুন ২৮, ২০১৯ ১৭:১৮ Asia/Dhaka
  • মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন
    মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন

মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় তাকে এড়িয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই জারেড কুশনার কূটনীতি পরিচালনা করতেন। এসব বিষয়ে কুশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনো পরামর্শ করতেন না।

রেক্স টিলারসন বলেন, কুশনারের এ ধরনের কর্মকাণ্ডের জন্য পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাকে বেশ কয়েকবার বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। টিলারসন গত মাসে মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিতে শুনানির সময় এসব কথা জানিয়েছেন। গতকাল (বৃহস্পতিবার) ওই শুনানির প্রতিলিপি প্রকাশ হয়েছে। গত বছরের মার্চ মাসে প্রেসিডেন্ট ট্রাম্প টিলারসনকে বরখাস্ত করেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনকে না জানিয়ে জারেড কুশনারের কূটনীতি পরিচালনার ঘটনায় হতাশা প্রকাশ করেন রেক্স টিলারসন। তিনি বলেন, “বিষয়টি আমাকে ক্ষুব্ধ করে। আমার কোনো কথা চলত না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিভঙ্গি কখনো বিবেচনায় নেয়া হতো না।”

জারেড কুশনার

এ ধরনের বিব্রতকর একটি ঘটনার কথা উল্লেখ করেছেন টিলারসন। তিনি জানান, একদিন তিনি মাত্রই ডিনারের জন্য ওয়াশিংটন রেস্টুরেন্টে পৌঁছেছেন। রেস্টেুরেন্টের মালিক তখন তাকে জানান যে, মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিদিগারে তার পেছনেই কুশনারের সঙ্গে এক টেবিলে ডিনার করছেন। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রীর এ সফর সম্পর্কে টিলারসেনকে কিছুই বলা হয় নি। তিনি বলেন, “এ অবস্থায় আমি মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রীর দিকে হাসি দিই এবং বলি, ওয়াশিংটনে আপনাকে স্বাগতম।”

টিলারসন জানান, “এ অবস্থায় আমি সেখানে বিঘ্ন সৃষ্টি করতে চাই নি। আমি বললাম, যখন এরপর আপনি ওয়াশিংটনে আসবেন তখন একটা ফোন দেবেন। এরপরই আমি সেখান থেকে চলে গেলাম।”#

পার্সটুডে/এসআইবি/২৮ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ