ইরানে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বৃদ্ধির খবর নিশ্চিত করল আইএইএ
https://parstoday.ir/bn/news/world-i71650-ইরানে_সমৃদ্ধ_ইউরেনিয়ামের_মজুদ_বৃদ্ধির_খবর_নিশ্চিত_করল_আইএইএ
জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ তার সর্বশেষ প্রতিবেদনে একথার সত্যতা নিশ্চিত করেছে যে, ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে। আইএইএ’র একজন মুখপাত্র গতকাল (সোমবার) ভিয়েনায় এক বিবৃতি প্রকাশ করে বলেছেন, পরমাণু সমঝোতায় ৩.৬৭ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সর্বোচ্চ ৩০০ কেজি পর্যন্ত রাখার যে কথা বলা হয়েছে ইরান তা অতিক্রম করেছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ০২, ২০১৯ ০৬:০৮ Asia/Dhaka
  • ইরানের একটি পরমাণু স্থাপনার ভেতরের দৃশ্য (ফাইল ছবি)
    ইরানের একটি পরমাণু স্থাপনার ভেতরের দৃশ্য (ফাইল ছবি)

জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ তার সর্বশেষ প্রতিবেদনে একথার সত্যতা নিশ্চিত করেছে যে, ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে। আইএইএ’র একজন মুখপাত্র গতকাল (সোমবার) ভিয়েনায় এক বিবৃতি প্রকাশ করে বলেছেন, পরমাণু সমঝোতায় ৩.৬৭ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সর্বোচ্চ ৩০০ কেজি পর্যন্ত রাখার যে কথা বলা হয়েছে ইরান তা অতিক্রম করেছে।

তিনি জানান, আইএইএ’র মহাসচিব ইউকিয়া আমানো এ সংস্থার সদস্য দেশগুলোকে জানিয়েছেন, ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়ানোর যে ঘোষণা দিয়েছে তার সংস্থা সেকথার সত্যতা নিশ্চিত করছে।

ইউকিয়া আমানো

আইএইএ’র এ ঘোষণার কিছুক্ষণ আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইস্পাহানে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন, ইউরোপীয় দেশগুলো পরমাণু সমঝোতা বাস্তবায়ন করতে ব্যর্থ হওয়ায় তার দেশ এ সমঝোতার ৩৬ নম্বর ধারা অনুসরণ করেই সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ নির্ধারিত মাত্রার চেয়ে বাড়িয়েছে।

তিনি আরো বলেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা গত চার বছর ধরে বাস্তবায়ন করে এসেছে তেহরান। কিন্তু পশ্চিমা দেশগুলোর প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে এবার ঘোষণা দিয়ে এবং পরমাণু সমঝোতার ৩৬ নম্বর ধারা মেনেই সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে তার দেশ। জারিফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইউরোপীয় তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হলে এর পরের পদক্ষেপে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নির্ধারিত ৩.৬৭ মাত্রাও অতিক্রম করবে।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/২