নাইজেরিয়ায় শেইখ জাকজাকির সমর্থকদের বিক্ষোভে গুলিতে নিহত বেড়ে ১১
https://parstoday.ir/bn/news/world-i72191-নাইজেরিয়ায়_শেইখ_জাকজাকির_সমর্থকদের_বিক্ষোভে_গুলিতে_নিহত_বেড়ে_১১
নাইজেরিয়ার ইসলামিক মুভমেন্টের নেতা শেখ ইব্রাহিম জাকজাকির মুক্তির দাবিতে বিক্ষোভে পুলিশের গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছে আরো অন্তত ৩০ জন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৩, ২০১৯ ১১:৪২ Asia/Dhaka
  • বিক্ষোভের চিত্র
    বিক্ষোভের চিত্র

নাইজেরিয়ার ইসলামিক মুভমেন্টের নেতা শেখ ইব্রাহিম জাকজাকির মুক্তির দাবিতে বিক্ষোভে পুলিশের গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছে আরো অন্তত ৩০ জন।

ইসলামিক মুভমেন্টের সদস্য আব্দুল্লাহি মোহাম্মদ বলেছেন, তারা শান্তিপূর্ণ মিছিল নিয়ে রাজধানী আবুজায় পররাষ্ট্র মন্ত্রণালয় এলাকায় যাওয়ার পর পুলিশ তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। এ সময় তার সামনেই ছয় বিক্ষোভকারী মাটিতে লুটিয়ে পড়েন।

২০১৫ সালে নাইজেরিয়ার জারিয়া শহরে শেখ জাকজাকির সমর্থকদের এক সমাবেশে সেনাবাহিনী হামলা চালায়। এ সময় জাকজাকির ছেলেসহ প্রায় এক হাজার সমর্থক প্রাণ হারায়। সেনাবাহিনী জাকজাকিকেও কারাগারে নিক্ষেপ করে।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী কারাগারে তার ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়েছে। এর ফলে শারীরিক অবস্থা আশঙ্কাজনক। জাকজাকির বাম চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং ডান চোখে এখন মাত্র ৪০ শতাংশ দৃষ্টিশক্তি রয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।