দায়েশ সন্ত্রাসীদের ইউরোপে ছেড়ে দেয়ার হুমকি দিলেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i72476-দায়েশ_সন্ত্রাসীদের_ইউরোপে_ছেড়ে_দেয়ার_হুমকি_দিলেন_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে হুমকি দিয়ে বলেছেন, সিরিয়া ও ইরাকে আটক ইউরোপের উগ্র সন্ত্রাসীদেরকে তারা যদি ফিরিয়ে নিতে ব্যর্থ হয় তাহলে তিনি তাদেরকে মুক্তি দিয়ে দেবেন যাতে এসব সন্ত্রাসী নিজেদের দেশে প্রবেশ করে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০২, ২০১৯ ১৮:৫৬ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে হুমকি দিয়ে বলেছেন, সিরিয়া ও ইরাকে আটক ইউরোপের উগ্র সন্ত্রাসীদেরকে তারা যদি ফিরিয়ে নিতে ব্যর্থ হয় তাহলে তিনি তাদেরকে মুক্তি দিয়ে দেবেন যাতে এসব সন্ত্রাসী নিজেদের দেশে প্রবেশ করে।

গতকাল (বৃহস্পতিবার) হোয়াইট হাউজের লনে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এই হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, আমেরিকার হাতে এই মুহূর্তে ইউরোপের আড়াই হাজার দায়েশ সন্ত্রাসী রয়েছে এবং ওয়াশিংটন চায় ইউরোপ তাদেরকে ফেরত নিক। তাদের অনেকে ফ্রান্স ও জার্মানিসহ নানা জায়গায় ফিরে যাচ্ছিল।  

সম্প্রতি ইউরোপীয় কমিশন ঘোষণা করেছে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে দায়েশে যোগ দেয়া আড়াই হাজার সন্ত্রাসীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এসব সন্ত্রাসী ইরাক ও সিরিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছে।#

পার্সটুডে/এসআইবি/২