‘গোলান নিয়ে ইসরাইলের দাবি স্বীকার করে না ইউরোপীয় ইউনিয়ন’
(last modified Wed, 20 Apr 2016 13:02:53 GMT )
এপ্রিল ২০, ২০১৬ ১৯:০২ Asia/Dhaka
  • ‘গোলান নিয়ে ইসরাইলের দাবি স্বীকার করে না ইউরোপীয় ইউনিয়ন’

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন, সম্প্রতি গোলান মালভূমি দখলে রাখার বিষয়ে ইহুদিবাদী ইসরাইল যে বক্তব্য দিয়েছে তাকে স্বীকৃতি দেয় না ২৮ জাতির জোট ইইউ। রোববার ইসরাইলি মন্ত্রিসভার বৈঠকে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, চিরদিনের জন্য গোলান মালভূমি ইসরাইলের অংশ থাকবে।

তার বক্তব্যের দুদিন পর মঙ্গলবার মোগেরিনি ইউরোপীয় জোটের পক্ষ থেকে এ বক্তব্য দিলেন। অধিকৃত গোলান মালভূমিতে ইসরাইলি মন্ত্রিসভার ওই বৈঠক হয়।

১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধে ইসরাইল গোলান মালভূমি দখল করে নেয় এবং ১৯৮১ সালে অবৈধভাবে তা সম্প্রসারিত করে। ওই বছরই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে ইসরাইলের এ কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করে।

এই এলাকা সংযুক্ত করে নেয়ার পর ইসরাইল সেখানে বহু অবৈধ ইহুদি বসতি স্থাপন করেছে। এছাড়া, সিরিয়া সরকারের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য বহুবার এ এলাকাকে ব্যবহার করেছে তেল আবিব।#

সিরাজুল ইসলাম/২০

ট্যাগ