আফগান প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ
(last modified Mon, 02 Sep 2019 12:16:37 GMT )
সেপ্টেম্বর ০২, ২০১৯ ১৮:১৬ Asia/Dhaka
  • আব্দুল্লাহ আব্দুল্লাহর (ডানে) সঙ্গে জালমাই খালিলযাদের বৈঠক
    আব্দুল্লাহ আব্দুল্লাহর (ডানে) সঙ্গে জালমাই খালিলযাদের বৈঠক

মার্কিন সরকারের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত জালমাই খালিলযাদ আজ (সোমবার) কাবুলে প্রেসিডেন্ট আশরাফ গনি ও প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গে আলাদা আলাদাভাবে সাক্ষাৎ করেছেন। তালেবানের সঙ্গে আমেরিকা যখন কথিত একটি শান্তি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বলে খবর বেরিয়েছে তখন খালিলযাদ কাবুলে সফর করছেন। তালেবানের সঙ্গে আলোচনায় আমেরিকার প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আফগানিস্তানে জন্মগ্রহণকারী এই মার্কিন কূটনীতিক।

আফগানিস্তানে ১৮ বছরের মার্কিন দখলদারিত্বের অবসান ঘটাতে গত এক বছর ধরে কাতারের রাজধানী দোহায় তালেবান নেতাদের সঙ্গে আলোচনা করেছেন খালিলযাদ। তিনি সর্বশেষ নবম দফা বৈঠক শেষ করে কাবুলে সফরে গেলেন।

মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিনিময়ে তালেবান নিরাপত্তা গ্যারান্টি দেবে বলে গণমাধ্যমে খবর বের হয়েছে। এ ছাড়া, মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান আফগান সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসবে এবং দেশে পূর্ণ যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হবে।

তালেবান আফগান সরকারকে মার্কিন তাবেদার বলে ঘোষণা করে এতদিন কাবুলের সঙ্গে আলোচনা করতে রাজি হয়নি। তারা বলেছে, আমেরিকার হাতে সবকিছুর নিয়ন্ত্রণ রয়েছে বলে তারা সরাসরি ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করছে।

আমেরিকার সঙ্গে আলোচনায় তালেবান বরাবরই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে। তবে দু’পক্ষের মধ্যে যখন চুক্তি অত্যাসন্ন বলে জানানো হচ্ছে তখন গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তালেবানের সঙ্গে চুক্তির পরও আফগানিস্তানে আট হাজার ৬০০ মার্কিন সেনা মোতায়েন থাকবে। তার এ বক্তব্যের ব্যাপারে এখনো তালেবানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।#

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ