কারোর সঙ্গে যুদ্ধে যেতে চায় না আমেরিকা: মাইক পেন্স
(last modified Wed, 18 Sep 2019 06:20:49 GMT )
সেপ্টেম্বর ১৮, ২০১৯ ১২:২০ Asia/Dhaka
  • আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স
    আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স

আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, সৌদি আরবের মতো মিত্রদেশকে রক্ষার জন্য আমেরিকা সবসময় প্রস্তুত তবে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন কারো সাথে যুদ্ধে যেতে চায় না।

গতকাল (মঙ্গলবার) মাইক পেন্স আরো বলেন, “সৌদি আরবের উপরে বিনা উসকানিতে হামলার পর আমরা আপনাদেরকে একথা বলতে পারি যে, আমরা প্রস্তুত। এ ব্যাপারে সন্দেহের কোন অবকাশ নেই।”

গত শনিবার খুব ভোরে ইয়েমেনের হুতি আন্দোলন সমর্থিত সেনাবাহিনী ড্রোনের সাহায্যে সৌদি আরবের আরামকো তেল স্থাপনার ওপর ব্যাপক হামলা চালায়। এতে সৌদি আরবের তেল উৎপাদন তাৎক্ষণিকভাবে অর্ধেকে নেমে এসেছে এবং বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। এ অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের স্বার্থরক্ষার জন্য আমেরিকার প্রস্তুতির কথা ঘোষণা করেছেন তবে তিনি সৌদি আরবের পক্ষে এখনই কোনো যুদ্ধে জড়াতে চান না বলে সোমবার জানিয়েছেন। গতকাল মাইক পেন্স মূলত ট্রাম্পের কথারই প্রতিধ্বনি করলেন।

আরামকো তেল স্থাপনার ওপর হুথিদের ড্রোন হামলায় ব্যাপকভাবে আগুন ধরে যায় 

আরামকো তেল স্থাপনার ওপর হামলার বিষয়ে হুথিরা দায় স্বীকার করেছে; এরপরও ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ওই হামলার জন্য দায়ী করছে আমেরিকা। তবে ইরান আমেরিকার সমস্ত অভিযোগ নাকচ করে দিয়েছে।

মাইক পেন্স জানান, আগামী মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সৌদি আরব সফরে যাবেন। হামলার বিষয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি। তিনি দঢ়তার সঙ্গে বলেন, মিত্রদের স্বার্থ রক্ষার জন্য যে ধরনের ব্যবস্থা নেয়া প্রয়োজন আমেরিকা তাই করবে।#

পার্সটুডে/এসআইবি/১৮

 

ট্যাগ