আরামকো হামলার পর সৃষ্ট উত্তেজনা কমানোর চেষ্টা করছে ফ্রান্স: হারিরি
https://parstoday.ir/bn/news/world-i73822
লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেছেন, সৌদি আরবের আরামকো তেল স্থাপনার ওপর ড্রোন হামলার পর সৃষ্ট উত্তেজনা কমানোর চেষ্টা করছে ফ্রান্স। ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে বৈঠকের পর আজ (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন হারিরি।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০১৯ ১৮:১২ Asia/Dhaka
  • সাদ হারিরি (বামে) ও ইমানুয়েল  ম্যাক্রন
    সাদ হারিরি (বামে) ও ইমানুয়েল ম্যাক্রন

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেছেন, সৌদি আরবের আরামকো তেল স্থাপনার ওপর ড্রোন হামলার পর সৃষ্ট উত্তেজনা কমানোর চেষ্টা করছে ফ্রান্স। ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে বৈঠকের পর আজ (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন হারিরি।

তিনি ফ্রান্সের ভূমিকাকে দৃঢ় ও নির্ভরযোগ্য বলে উল্লেখ করেন। এর আগে গতকাল সৌদি আরবের তেল স্থাপনায় হামলার ব্যাপারে ইয়েমেনের হুথি যোদ্ধাদের দাবি নাকচ করে দিয়েছিল ফ্রান্স। প্যারিস গতকাল বলেছে যে, হুথিরা এই হামলা চালিয়েছে বলে দাবি করলেও এতে আস্থার ঘাটতি রয়েছে। ফরাসিদের পররাষ্ট্রমন্ত্রী জ্য-ইভস লা দ্রিয়াঁ সি টেলিভিশনকে এসব কথা বলেছনে। তিনি আরো বলেছিলেন, “হামলার ব্যাপারে আন্তর্জাতিক তদন্ত চলছে, এর ফলাফল সম্পর্কে আমরা অপেক্ষা করি। এর ফলাফল না পাওয়া পর্যন্ত আমার ব্যক্তিগত কোনো বিশেষ অভিমত নেই।”

আরামকো তেল স্থাপনায় ইয়েমেনের ড্রোন হামলা

আবুধাবির কাছে ফ্রান্সের একটি নৌঘাঁটি রয়েছে। যখন আরামকো তেল স্থাপনায় হামলা হয় তখন সেখানে ফ্রান্সের একটি যুদ্ধজাহাজ তৎপর ছিল।

হামলার ব্যাপারে আমেরিকা ইসলামি প্রজাতন্ত্র ইরানকে দোষী সাব্যস্ত করে আসছে। তবে ইরান এ অভিযোগ সরাসরি নাকচ করেছে। রাশিয়াও বলেছে, হামলার ব্যাপারে একটি নিরপেক্ষ তদন্ত প্রয়োজন, তা না হলে এরইমধ্যে সৃষ্ট উত্তেজনা চরম আকার ধারণ করবে।#

পার্সটুডে/এসআইবি/২০