চীনা কূটনীতিকদের উপর সীমাবদ্ধতা আরোপ করেছে আমেরিকা
(last modified Thu, 17 Oct 2019 14:55:40 GMT )
অক্টোবর ১৭, ২০১৯ ২০:৫৫ Asia/Dhaka
  • চীনা কূটনীতিকদের উপর সীমাবদ্ধতা আরোপ করেছে আমেরিকা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চীনা কূটনীতিকদের নির্দেশ দিয়েছে যে, আমেরিকার কেন্দ্রীয় এবং স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার আগে পররাষ্ট্র দপ্তরেরকে বিষয়টি অবহিত করতে হবে। মার্কিন প্রশাসন বলছে, চীন যে ধরনের পদক্ষেপ নিয়েছে তারই অনুরূপ পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা গতকাল (বুধবার) সাংবাদিকদের জানান, এখন থেকে আমেরিকার কেন্দ্রীয়, স্থানীয় অথবা মিউনিসিপাল কর্মকর্তাদের সঙ্গে যেকোনো ধরনের বৈঠকের আগে চীনা কূটনীতিকদের পররাষ্ট্র দপ্তরকে সে সম্পর্কে নোটিশ দিতে হবে। শিক্ষা ও গবেষণামূলক ইনস্টিটিউশন পরিদর্শন করার আগেও চীনা কূটনীতিকদের একই নির্দেশনা বাস্তবায়িত করতে হবে।

মার্কিন সরকার দাবি করছে, চীনে নিযুক্ত মার্কিন কূটনীতিকরা চীনের সরকারি কর্মকর্তা ও শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করতে গেলে একই ধরনের সীমাবদ্ধতার মুখোমুখি পড়েন। এ কারণে চীনা কূটনীতিকদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই কর্মকর্তা জানান।#

পার্সটুডে/এসআইবি/১৭

ট্যাগ