পাকিস্তানে ট্রেনে আগুনে নিহত ৭৩, গ্যাস স্টোভ থেকে আগুনের সূত্রপাত
(last modified Thu, 31 Oct 2019 06:45:17 GMT )
অক্টোবর ৩১, ২০১৯ ১২:৪৫ Asia/Dhaka
  • ট্রেনে আগুন
    ট্রেনে আগুন

পাকিস্তানের পাঞ্জাবে ট্রেনের ভেতর গ্যাস স্টোভের সিলিন্ডার দিয়ে রান্নার সময় বিস্ফোরণে অন্তত ৭৩ জন মারা গেছেন। আজ (বৃহস্পতিবার) সকালে পাঞ্জাব প্রদেশের ‘রহিম ইয়ার খান’ জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

জেলার পুলিশ সুপার আমির তাইমুর খান জানান, ট্রেনের যাত্রীরা সকালের খাবার রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ট্রেনের তিনটি বগি পুড়ে যায়। এখন পর্যন্ত নিহতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায় নি।

ট্রেন থেকে লাফিয়ে পড়তে গিয়েও অনেকের মৃত্যু হয়েছে বলেও পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমদ এর আগে জানিয়েছেন।

তিনি বলেন, “দুটি রান্নার স্টোভ বিস্ফোরিত হয়। তারা রান্না করছিলেন, তাদের কাছে তেল ছিল, যেটা আগুন আরও উসকে দিয়েছে।”

‘রহিম ইয়ার খান’ জেলার  উদ্ধার কর্মকর্তা বাকির হুসাইন বলেছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। এ ঘটনায় অনেকেই আহত হয়েছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ