ইরানের নাশকতাকারীদের প্রতি সমর্থন জানাল হোয়াইট হাউজও
https://parstoday.ir/bn/news/world-i75328-ইরানের_নাশকতাকারীদের_প্রতি_সমর্থন_জানাল_হোয়াইট_হাউজও
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পর এবার দেশটির প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ হোয়াইট হাউজের পক্ষ থেকেও ইরানে নাশকতামূলক তৎপরতায় জড়িতদের প্রতি সমর্থন ঘোষণা করা হয়েছে। হোয়াইট হাউজ রোববার এক বিবৃতি প্রকাশ করে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্য হস্তক্ষেপ করার মাধ্যমে এদেশের বিরুদ্ধে অতীতের ভিত্তিহীন অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
নভেম্বর ১৮, ২০১৯ ১০:৫৫ Asia/Dhaka
  • হোয়াইট হাউজ
    হোয়াইট হাউজ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পর এবার দেশটির প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ হোয়াইট হাউজের পক্ষ থেকেও ইরানে নাশকতামূলক তৎপরতায় জড়িতদের প্রতি সমর্থন ঘোষণা করা হয়েছে। হোয়াইট হাউজ রোববার এক বিবৃতি প্রকাশ করে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্য হস্তক্ষেপ করার মাধ্যমে এদেশের বিরুদ্ধে অতীতের ভিত্তিহীন অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেছে।

বিবৃতিতে ইরানে পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভকারীদের দলে ভিড়ে কিছু দুর্বৃত্ত যে নাশকতামূলক তৎপরতা চালিয়েছে তার প্রতি সমর্থন জানানো হয়।

ইরানে জ্বালানী তেলের দাম বাড়ানোর প্রতিবাদের নামে কিছু দুর্বৃত্ত বিভিন্ন শহরে যে নাশকতামূলক তৎপরতা চালিয়েছে তার প্রতি এর আগে সমর্থন জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি এক টুইটার বার্তায় বলেন, ইরানের জনগণের প্রতি ওয়াশিংটনের সমর্থন রয়েছে। ইরানি জনগণকে চিনতে ব্যর্থ এই মার্কিন কর্মকর্তা ওই টুইটার বার্তার মাধ্যমে মূলত ইরানের কিছু নাশকতাকারীর প্রতিই সমর্থন জানান।

এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, ইরানের শান্তিকামী মানুষ এটা খুব ভালো করে জানে যে, (পম্পেওর) এ ধরনের প্রতারণামূলক সমর্থন কোনো অবস্থাতেই ইরানি জনগণের প্রতি আমেরিকার আন্তরিক ভালোবাসা ও সমবেদনার নিদর্শন নয়।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।