রোহিঙ্গা গণহত্যা
মামলা মোকাবেলা করতে জাতিসংঘ আদালতে যাচ্ছেন সুচি
মিয়ানমারের স্টেট কাউন্সিলর এবং কার্যত শাসক অং সাং সুচি রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা সংক্রান্ত মামলা মোকাবেলা করার জন্য একটি প্রতিনিধিদল নিয়ে হেগের আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছেন। মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে মামলা দায়ের করেছে আফ্রিকার দেশ গাম্বিয়া।
৫৭ জাতির জোট ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র পক্ষে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছে। আগামী ডিসেম্বর মাসে ওই মামলার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
১৯৪৮ সালে জাতিসংঘ গণহত্যা বিষয়ে কনভেনশন পাস করেছিল। ২০১৭ সালে রোহিঙ্গা মুসলমানদের ওপরে হত্যাযজ্ঞ চালিয়ে মিয়ানমার সেই কনভেনশন লঙ্ঘন করেছে বলে গাম্বিয়া মামলার আর্জিতে অভিযোগ করেছে।
ধারণা করা হচ্ছে- মামলার প্রথম দিনেই গাম্বিয়া মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের রক্ষা করার জন্য জরুরি ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানাবে।#
পার্সটুডে/এসআইবি/২১