পরমাণু সমঝোতার প্রতি সার্বিক সমর্থন পুনর্ব্যক্ত করলেন শিনজো অ্যাবে
(last modified Wed, 04 Dec 2019 01:58:05 GMT )
ডিসেম্বর ০৪, ২০১৯ ০৭:৫৮ Asia/Dhaka
  • জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে
    জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি তার দেশের পূর্ণ সমর্থন রয়েছে এবং এই আন্তর্জাতিক চুক্তিকে ঘিরে সৃষ্ট অচলাবস্থা দূর করতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে টোকিও। গতকাল (মঙ্গলবার) টোকিও সফররত ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে এক বৈঠকে এ প্রত্যয় জানান তিনি।

অ্যাবে তার সাম্প্রতিক তেহরান সফর ও ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করেন। তিনি ইরান ও জাপানের ঘনিষ্ঠ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

সাক্ষাতে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির লিখিত বার্তা প্রধানমন্ত্রী অ্যাবের কাছে হস্তান্তর করেন আব্বাস আরাকচি। তিনি বলেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা পুরাপুরি উঠে গেলে তেহরানও পরমাণু সমঝোতায় দেয়া  নিজের প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন শুরু করবে।

ইরান সফরে এসে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করেন জাপানি প্রধানমন্ত্রী

আমেরিকা ২০১৮ সালের ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। সে সময় ওই সমঝোতায় স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ ও ইইউ ইরানকে পরমাণু সমঝোতায় অটল থাকার আহ্বান জানিয়ে ঘোষণা দেয়, তারা আমেরিকাকে ছাড়াই এ সমঝোতায় ইরানকে যেসব আর্থিক সুবিধা দেয়ার কথা ছিল তা বাস্তবায়ন করবে।

কিন্তু এক বছরেও ইইউ তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়ার পর ২০১৯ সালের ৮ মে থেকে এ পর্যন্ত ইরান ঘোষণা দিয়ে চার দফা পরমাণু সমঝোতার কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রেখেছে।তেহরান বলে এসেছে, দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হলে ইরানও পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলবে।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ