ইচ্ছা করেই কূটনীতিকদের ভিসা দিতে দেরি করছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i75681-ইচ্ছা_করেই_কূটনীতিকদের_ভিসা_দিতে_দেরি_করছে_আমেরিকা
রাশিয়া অভিযোগ করেছে, আমেরিকা ইচ্ছা করেই রুশ কূটনীতিকদের ভিসা দিতে দেরি করছে।একইসঙ্গে মস্কো হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, মার্কিন সরকারের এই পদক্ষেপ দু দেশের মধ্যকার ক্ষতিগ্রস্ত সম্পর্ককে আরও খারাপ অবস্থায় নিয়ে যাবে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ০৪, ২০১৯ ১৮:১৫ Asia/Dhaka
  • মস্কোয় অবস্থিত মার্কিন দূতাবাস
    মস্কোয় অবস্থিত মার্কিন দূতাবাস

রাশিয়া অভিযোগ করেছে, আমেরিকা ইচ্ছা করেই রুশ কূটনীতিকদের ভিসা দিতে দেরি করছে।একইসঙ্গে মস্কো হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, মার্কিন সরকারের এই পদক্ষেপ দু দেশের মধ্যকার ক্ষতিগ্রস্ত সম্পর্ককে আরও খারাপ অবস্থায় নিয়ে যাবে।

গতকাল (মঙ্গলবার) আমেরিকার রাজধানী ওয়াশিংটনে আন্তর্জাতিক অডিট ব্যবস্থাপনা বিষয়ক একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাশিয়ার অর্থ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল তাতে অংশ নিতে চেয়েছিল কিন্তু মস্কোয় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ভিসা দিতে অস্বীকার করার কারণে প্রতিনিধিদলটি ওয়াশিংটন যেতে পারে নি।

এ ঘটনার পর ওয়াশিংটনে অবস্থিত রাশিয়ার দূতাবাস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে- “মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইচ্ছার ঘাটতির ব্যাপারে আমরা উদ্বিগ্ন। মার্কিন সরকারের এ ধরনের কর্মকাণ্ডের কারণে দু দেশের মধ্যকার অবনতিশীল সম্পর্ক আরো খারাপের দিকে যাচ্ছে।”

রাশিয়ার এই অভিযোগের ব্যাপারে মস্কোয় মার্কিন দূতাবাস থেকে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করা হয় নি। তবে এর আগে এরকম ঘটনায় মার্কিন দূতাবাস বলেছে, তাদের কনস্যুলার বিভাগে লোকজনের ঘাটতি থাকায় সব কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। ২০১৭ সালে আমেরিকার সঙ্গে সম্পর্কের অবনতির একপর্যায়ে মার্কিন দূতাবাসের কর্মীসংখ্যা ছাঁটাইয়ের নির্দেশ দেয় রুশ সরকার।#

পার্সটুডে/এসআইবি/৪