আবারো পম্পেওর বাগাড়ম্বর: ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ বজায় থাকবে
https://parstoday.ir/bn/news/world-i75871
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আবারো বলেছেন, ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ যে নীতি ওয়াশিংটন নিয়েছে তা বজায় থাকবে। তিনি বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ১২, ২০১৯ ০৭:৫২ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও
    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আবারো বলেছেন, ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ যে নীতি ওয়াশিংটন নিয়েছে তা বজায় থাকবে। তিনি বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন।

ইরানের বিরুদ্ধে নতুন করে আরোপিত কিছু নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে পম্পেও দাবি করেন, মধ্যপ্রাচ্যে তার ভাষায় ‘নাশকতামূলক তৎপরতা’ থেকে ইরানকে বিরত রাখার জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

অন্যদিকে একই দিন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার প্রধান লক্ষ্য দেশটিকে আলোচনার টেবিলে আনতে বাধ্য করা।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার

এর আগে গতকাল (বুধবার) ইরানের এক ব্যক্তি, পাঁচ প্রতিষ্ঠান ও দু’টি জাহাজের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা।

মার্কিন সরকার ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যায় এবং একই বছরের নভেম্বরে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে।ওয়াশিংটন ঘোষণা করেছে, ইরানকে আরেকটি পরমাণু সমঝোতা স্বাক্ষরে বাধ্য করার জন্য দেশটির বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মার্কিন সরকার আরো বলেছে, তারা ইরানের সঙ্গে এমন একটি চুক্তি স্বাক্ষর করতে চায় যাতে ইরানের পরমাণু সমঝোতার পাশাপাশি আরো কিছু বিষয় অন্তর্ভুক্ত করা যায়।তবে তেহরান আমেরিকার ওই আকাঙ্ক্ষাকে অসম্ভব ও অবাস্তব বলে প্রত্যাখ্যন করেছে।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।