চীনা কূটনীতিক বহিষ্কারের প্রতিবাদ করেছে বেইজিং
(last modified Mon, 16 Dec 2019 13:22:24 GMT )
ডিসেম্বর ১৬, ২০১৯ ১৯:২২ Asia/Dhaka
  • চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং
    চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং

আমেরিকায় নিযুক্ত চীনের দুজন কূটনীতিককে বহিষ্কারের তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন। বেইজিং বলেছে, কূটনীতিক বহিষ্কারের ব্যাপারে আমেরিকা ভুল পদক্ষেপ নিয়েছে এবং তা তাদেরকে সংশোধন করতে হবে।

চলতি বছরের গোড়ার দিকে নিরাপত্তা ভেঙে আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি স্পর্শকাতর সামরিক ঘাঁটিতে গাড়ি চালিয়ে যাওয়ার জন্য ওই কূটনীতিকদের বহিষ্কার করে আমেরিকা। গতকাল (রোববার) নিউ ইয়র্ক টাইমস এমন খবর দিয়েছে।

পত্রিকাটি এক প্রতিবেদনে বলেছে, “ওয়াশিংটন গোপনে চলতি বছরের গোড়ার দিকে চীনা দূতাবাসের দুই কর্মকর্তাকে বহিষ্কার করে। বহিষ্কৃত দুই কর্মকর্তার ভেতরে একজন কূটনীতিকের ছদ্মাবরণে গোয়েন্দাবৃত্তি করতেন বলে ধারণা করা হয়।”

মার্কিন পত্রিকার এ খবরের প্রতিক্রিয়ায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেন, মার্কিন সরকার চীনা কূটনীতিকদের বহিষ্কারের ক্ষেত্রে বাস্তবতাকে চরমভাবে অপমান করেছে। তিনি বলেন, “ভিয়েনা কনভেনশন অনুসারে কূটনৈতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে আমরা জোরালোভাবে মার্কিন সরকারকে তাদের ভুল সংশোধনের আহবান জানাবো এবং চীনা কূটনীতিকদের ব্যাপারে আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে তা বাতিল করার কথা বলব।”#

পার্সটুডে/এসআইবি/১৬

ট্যাগ