মালয়েশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কা করছেন মাহাথির মোহাম্মাদ
(last modified Sat, 21 Dec 2019 12:25:08 GMT )
ডিসেম্বর ২১, ২০১৯ ১৮:২৫ Asia/Dhaka
  • মাহাথির মোহাম্মাদ
    মাহাথির মোহাম্মাদ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ বলেছেন, আমেরিকা সম্ভবত তার দেশের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করবে। তিনি আজ (শনিবার) কুয়ালালামপুর সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি আরও বলেছেন, ইরানের ওপর অন্যায় ভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এ ধরণের নিষেধাজ্ঞা মালয়েশিয়ার বিরুদ্ধেও আরোপ করা হতে পারে। কাতারের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে অবরোধ আরোপের নিন্দা জানিয়ে বলেন, ইরানের মতো কাতারও নিষেধাজ্ঞা ও অবরোধ মোকাবেলা করে সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।

কুয়ালালামপুরে ইসলামি সম্মেলনের অংশ হিসেবে গত বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ, ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও কাতারের আমির শেইখ তামিমের অংশগ্রহণে  শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এর আগে সেখানে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে মাহাথির মোহাম্মাদ বলেছেন, বর্তমানে মুসলিম বিশ্ব সংকটের মধ্যে রয়েছে, তবে আশা করা হচ্ছে সংকট সমাধানের একটি নয়া পথ বেরিয়ে আসবে।#

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।