ট্রাম্পের সরাসরি নির্দেশে জেনারেল সোলাইমানিকে হত্যা করেছি: পেন্টাগন
(last modified Fri, 03 Jan 2020 05:22:39 GMT )
জানুয়ারি ০৩, ২০২০ ১১:২২ Asia/Dhaka
  • মেজর জেনারেল কাসেম সোলাইমানি
    মেজর জেনারেল কাসেম সোলাইমানি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ইরাকে মোতায়েন দখলদার ও সন্ত্রাসী মার্কিন সেনারা ইরানের কুদস ব্রিগেডের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছে।

আজ (শুক্রবার) ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দু’টি গাড়িতে হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় সন্ত্রাসী মার্কিন সেনারা। এতে ইরানের কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের জনপ্রিয় সন্ত্রাস-বিরোধী স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিস শাহাদাতবরণ করেন।

গত মার্চ মাসে জেনারেল সোলাইমানিকে ইরানের সর্বোচ্চ বীরের পদক পরিয়ে দিয়েছিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

আইআরজিসি এবং ইরাকের সরকারপন্থি হাশদ আশ-শাবি এই দুই কমান্ডারের শাহাদাতের খবর নিশ্চিত করেছে।

পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্টের (ডোনাল্ড ট্রাম্প) নির্দেশে মার্কিন সেনাবাহিনী আইআরজিসি’র কুদস ব্রিগেডের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করেছে।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ