পারস্য উপসাগরে আরেকটি যুদ্ধের ধকল সামলানো সম্ভব নয়: গুতেরেস
(last modified Sat, 04 Jan 2020 01:09:45 GMT )
জানুয়ারি ০৪, ২০২০ ০৭:০৯ Asia/Dhaka
  • জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস
    জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মার্কিন হামলায় ইরানের কুদস ব্রিগেডের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতের জের ধরে সব পক্ষকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তবে তিনি জেনারেল সোলাইমানির হত্যাকাণ্ডের নিন্দা জানাননি।

শুক্রবার গুতেরেস এক বক্তব্যে আরো বলেছেন, বিশ্ববাসীর পক্ষে পারস্য উপসাগরে আরেকটি যুদ্ধ সহ্য করা সম্ভব নয়।

শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে সন্ত্রাসী ও দখলদার মার্কিন সেনারা। ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ মোট ১০ জন শহীদ হন।

ইরাকের মাটিতে দেশটির সরকারের অনুমতি ছাড়া চালানো ওই অবৈধ হামলার নিন্দা করা থেকে বিরত থাকেন জাতিসংঘ মহাসচিব। তিনি শুধু বলেন, ইরান ও আমেরিকাকে সর্বোচ্চ ধের্য ধারণ করতে হবে।  

ইরান ঘোষণা করেছে, তারা কুদস বাহিনীর কমান্ডারের হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেবে।#                                 

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ