জেনারেল সোলাইমানিকে হত্যার প্রতিবাদে রাজপথে পাকিস্তানিরা
(last modified Sat, 11 Jan 2020 16:09:55 GMT )
জানুয়ারি ১১, ২০২০ ২২:০৯ Asia/Dhaka
  • পাকিস্তানে প্রতিবাদ
    পাকিস্তানে প্রতিবাদ

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কমান্ডার মেজর জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার বিরুদ্ধে পাকিস্তানে ব্যাপক প্রতিবাদ হয়েছে। জেনারেল সোলাইমানিকে হত্যার প্রতিবাদে উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহরের হাজার হাজার মানুষ গতকাল রাস্তায় নেমে প্রতিবাদ করেন।

এ সময় বিক্ষোভকারীরা জেনারেল সোলাইমানির ছবি সম্বলিত পোস্টার এবং ব্যানার-ফেস্টুন নিয়ে ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকার ধ্বংস কামনা করে নানা স্লোগান দেন। বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকায় আগুন দেয়। জেনারেল সোলাইমানিকে হত্যার পর ইরান এবং আমেরিকার মধ্যে যে প্রচণ্ড উত্তেজনা দেখা দিয়েছে সে ব্যাপারে পাকিস্তান সরকারের অবস্থান স্পষ্ট করারও দাবি জানান বিক্ষোভকারীরা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

এর আগে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কোনো দেশের বিরুদ্ধে হামলা চালানোর জন্য পাকিস্তানের মাটি কাউকে ব্যবহার করতে দেয়া হবে না। এছাড়া, আঞ্চলিক পর্যায়ের দ্বন্দ্বে পাকিস্তান কোনো পক্ষ নেবে না।

পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশিকে ইরান, সৌদি আরব এবং আমেরিকা সফরের নির্দেশ দিয়েছেন যাতে আঞ্চলিক উত্তেজনা কমানো যায়।#

পার্সটুডে/এসআইবি/১১

ট্যাগ