লিবিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে ফ্রান্সের প্রতি তুরস্কের আহ্বান
https://parstoday.ir/bn/news/world-i77064-লিবিয়ার_অভ্যন্তরীণ_বিষয়ে_হস্তক্ষেপ_না_করতে_ফ্রান্সের_প্রতি_তুরস্কের_আহ্বান
লিবিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে ফ্রান্সকে হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, লিবিয়ায় শান্তি চাইলে ফ্রান্সের উচিৎ জাতিসংঘ সমর্থিত সরকারের বিরুদ্ধে লড়াইরত খলিফা হাফতারের প্রতি সহযোগিতা বন্ধ করা।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জানুয়ারি ৩০, ২০২০ ১৬:৫১ Asia/Dhaka
  • খলিফা হাফতার
    খলিফা হাফতার

লিবিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে ফ্রান্সকে হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, লিবিয়ায় শান্তি চাইলে ফ্রান্সের উচিৎ জাতিসংঘ সমর্থিত সরকারের বিরুদ্ধে লড়াইরত খলিফা হাফতারের প্রতি সহযোগিতা বন্ধ করা।

ফ্রান্স সরকার খলিফা হাফতারের বাহিনীর প্রতি সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে বলে তুরস্ক জানিয়েছে। ফ্রান্স ছাড়াও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান ও সুদান খলিফা হাফতারের বাহিনীর প্রতি সমর্থন দিচ্ছে।

তবে তুরস্ক জাতিসংঘ সমর্থিত ফায়েজ আল সিরাজের সরকারের প্রতি সমর্থন দিচ্ছে এবং তাদের সমর্থনে সামরিক উপদেষ্টা পাঠানোরও ঘোষণা দিয়েছে আঙ্কারা। 

ফ্রান্সসহ কয়েকটি দেশের সমর্থনপুষ্ট হাফতার বাহিনী লিবিয়ার পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করছে। তবে রাজধানী ত্রিপলি এখনও ফায়েজ আল সিরাজ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সম্প্রতি তুরস্ক ফায়েজ আল সিরাজের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে কৌশলগত চুক্তি সই করেছে।#

পার্সটুডে/এসএ/৩০   

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।