ডেমোক্র্যাট দলের প্রাইমারি: নিউ হ্যাম্পশায়ারে জিতেছেন বার্নি স্যান্ডার্স
(last modified Wed, 12 Feb 2020 10:46:22 GMT )
ফেব্রুয়ারি ১২, ২০২০ ১৬:৪৬ Asia/Dhaka
  • বিজয়ের পর স্যান্ডার্স অভিব্যক্তি
    বিজয়ের পর স্যান্ডার্স অভিব্যক্তি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের প্রাইমারিতে ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী সিনেটর বার্নি স্যান্ডার্স সামান্য ব্যবধানে বিজয়ী হয়েছেন। গতকাল (মঙ্গলবার) ডেমোক্র্যাট দল থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থিতার জন্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ভোটাভুটি হয়।

এতে বিজয় লাভের মাধ্যমে নির্বাচনে সামনের সারির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন স্যান্ডার্স। গতকালের প্রাইমারিতে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইন্ডিয়ানা রাজ্যের সাউথ বেন্ডের সাবেক মেয়র পিট বুটিগিগ। স্যান্ডার্স পেয়েছেন শতকরা ২৫ ভাগ ভোট আর বুটিগিগ তার চেয়ে শতকরা ১.৪ ভাগ ভোট কম পেয়েছেন।

সমর্থকদের মাঝে বার্নি স্যান্ডার্স

গতকালের প্রাইমারিতে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে হতাশ করে ৫ম অবস্থানে পাঠিয়ে দিয়েছেন ভোটাররা। অথচ আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জন্য জো বাইডেনকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে গণ্য করা হচ্ছে।

নির্বাচনী ফল প্রকাশের পর নিউ হ্যাম্পশায়ারের ম্যানচেস্টারে সমর্থকদের উদ্দেশে স্যান্ডার্স বলেন, এই বিজয় দিয়েই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনের ইতি ঘটানোর যাত্রা শুরু হলো।” আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে স্যান্ডার্স প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির কঠোর সমালোচনা করে থাকেন।# 

পার্সটুডে/এসআইবি/১২

ট্যাগ