কুন্দুজে সামরিক ঘাঁটিতে তালেবানের হামলা; ৫ সেনা নিহত
(last modified Mon, 17 Feb 2020 11:45:08 GMT )
ফেব্রুয়ারি ১৭, ২০২০ ১৭:৪৫ Asia/Dhaka
  • কুন্দুজের রাস্তায় আফগান সেনাদের টহল (ফাইল ফটো)
    কুন্দুজের রাস্তায় আফগান সেনাদের টহল (ফাইল ফটো)

আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে তালেবানের হামলায় অন্তত পাঁচজন সরকারি সেনা নিহত হয়েছে। গতকাল (রোববার) কুন্দুজ প্রদেশের শোরা খাক এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে বলে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, দুর্ভাগ্যজনকভাবে পাঁচ সেনা নিহত এবং তিনজন আহত হয়েছেন।

এদিকে, সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, তাদের হামলায় আফগানিস্তানের অন্তত ১৯ সেনা নিহত হয়েছে। পুলিশের মুখপাত্র এনহাম উদ্দিন রাহমানি জানিয়েছেন, তালেবানের পক্ষেও হতাহতের ঘটনা ঘটেছে।

জবিউল্লাহ মুজাহিদ

তালেবান ও আমেরিকার মধ্যে যখন শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা চলছে এবং আফগানিস্তানে সহিংসতা কমে আসবে বলে আশা করা হচ্ছে তখন এই হামলা ও হতাহতের ঘটনা ঘটলো।#

পার্সটুডে/এসআইবি/১৭

ট্যাগ