সিরিয়া সংকট:
ইদলিবে তুর্কি হস্তক্ষেপ: ন্যাটো, আমেরিকা ও ফ্রান্সের সমর্থন
-
ইদলিব
সিরিয়ার ইদলিবে ৩৪ তুর্কি সেনা নিহতের ঘটনায় যুদ্ধ বন্ধের আহ্বান জানালো ন্যাটো। আনাতোলি নিউজ অ্যাজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে ন্যাটোর মুখপাত্র ওয়ানা লু্ঙ্গেস্কু বলেছেন, ন্যাটো মহাসচিব জেন্স স্টোলেনবার্গ এ অঞ্চলের পরিস্থিতির ভয়াবহতার বিপদের কথা বিবেচনা করে উত্তেজনা কমানোর ওপর জোর দিয়েছেন।

ওয়ানা লুঙ্গেস্কু তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাওসউগ্লু এবং ন্যাটো মহাসচিবের সঙ্গে টেলিফোনে কথা বলার পর ওই বক্তব্য দেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র এলিসা ফারাও সেদেশের প্রতিরক্ষামন্ত্রী মার্ক স্পের এবং তার তুর্কি সমপক্ষ হালুসি আকারের মধ্যে এ ব্যাপারে টেলিফোনে আলাপ হয়েছে বলে জানিয়েছেন। আমেরিকা সিরিয়ায় তুরস্ককে সহযোগিতা করার উপায় খুঁজছে বলেও জানান মিস ফারাহ। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনও ইদলিবে সন্ত্রাসী গোষ্ঠির বিরুদ্ধে সিরিয় সেনাদের অভিযানকে অগ্রহণযোগ্য ও আন্তর্জাতিক সকল মানবীয় রীতিনীতির লঙ্ঘন বলে মন্তব্য করেছেন।
সিরিয়ার আলেপ্পো ও ইদলিবে সেনা অভিযানের বিরোধী ছিল সেদেশের আংশিক ভূখণ্ড দখলকারী সন্ত্রাসীদের মদদদাতা তুর্কি সেনাবাহিনী। ইদলিবে সন্ত্রাসীদের মদদ না দিতে আঙ্কারার প্রতি আহ্বান জানিয়েছিল দামেশক।
তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাতাইয়ের গভর্নর জানিয়েছে, ইদলিবে তুর্কি সেনা অবস্থানে সিরিয়ার সেনাবাহিনীর বিমান হামলায় ৩৪ তুর্কি সেনা নিহত এবং আরও বহু সেনা আহত হয়েছে।#
পার্সটুডে/এনএম/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।