আফগান সঙ্কটের জন্য আমেরিকাকে দায়ী করলেন সাবেক প্রেসিডেন্ট কারজাই
(last modified Wed, 11 Mar 2020 15:37:18 GMT )
মার্চ ১১, ২০২০ ২১:৩৭ Asia/Dhaka
  • আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই
    আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই

আফগানিস্তানের চলমান সঙ্কটের জন্য আমেরিকাকে দায়ী করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। তিনি বলেন, আফগান জনগণের জন্য অপমানজনক এবং বিভাজনের নীতি অনুসরণ করছে আমেরিকা এবং এ কারণেই চলমান সঙ্কট তৈরি হয়েছে।

গত সোমবার আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি ও প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ নজিরবিহীনভাবে আলাদা অনুষ্ঠানের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। এর অর্থ হচ্ছে- দুজনই নিজেকে আফগানিস্তানের প্রেসিডেন্ট দাবি করছেন। এরপর হামিদ কারজাই এক বিবৃতিতে এসব কথা বলেছেন।

বিবৃতিতে হামিদ কারজাই বলেন, সাম্প্রতিক মাসগুলোতে আমেরিকার যত কর্মকর্তা বিশেষ করে আফগান বিষয়ক মার্কিন দূত জালমাই খালিলজাদের সাথে আমার যে বৈঠক হয়েছে তাতে আমি আফগানিস্তানের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আমেরিকার অনুসৃত নীতি এবং তালেবানের সঙ্গে আমেরিকার শান্তি চুক্তির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছি।

প্রেসিডেন্ট আশরাফ গণি (ডানে) ও প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ

হামিদ কারজাই আরো বলেন, আমেরিকা যদি আফগানিস্তানের চলমান সংকট অবসানের ব্যাপারে আন্তরিক হয় তাহলে তারা দেশের ভেতরে বিভাজন ও রাজনৈতিক অস্থিতিশীলতা প্রতিরোধ করত। তারা এক্ষেত্রে গঠনমূলক ভূমিকা রাখতে পারতো এবং আফগান প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের আগে যথাযথ পদক্ষেপ নিতে পারত। আফগানিস্তানের চলমান সঙ্কটে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে কারজাই বলেন, ঐক্যের মাধ্যমেই কেবল সব রকমের ষড়যন্ত্র ব্যর্থ করা সম্ভব।

এদিকে, আফগান তালেবানের সঙ্গে আমেরিকার যে শান্তি চুক্তি হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তাতে সর্ব সম্মতিক্রমে অনুমোদন দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১১

ট্যাগ