আমেরিকায় করোনাভাইরাসের সংক্রমণ কয়েক মাস স্থায়ী হতে পারে: পেন্টাগন
https://parstoday.ir/bn/news/world-i78553
মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, বিশ্বে মহামারি আকারে দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ আমেরিকায় কয়েক মাসব্যাপী স্থায়ী হতে পারে। কোভিড-১৯ মোকাবেলায় মার্কিন সেনাবাহিনী সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও প্রতিরক্ষা দফতর জানিয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মার্চ ২৫, ২০২০ ১৬:৫৭ Asia/Dhaka
  • আমেরিকায় করোনাভাইরাসের সংক্রমণ কয়েক মাস স্থায়ী হতে পারে: পেন্টাগন

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, বিশ্বে মহামারি আকারে দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ আমেরিকায় কয়েক মাসব্যাপী স্থায়ী হতে পারে। কোভিড-১৯ মোকাবেলায় মার্কিন সেনাবাহিনী সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও প্রতিরক্ষা দফতর জানিয়েছে।

আমেরিকায় করোনাভাইরাসের প্রকোপ কতদিন স্থায়ী হতে পারে এবং এ ভাইরাস মোকাবেলার প্রচেষ্টায় দেশের সেনাবাহিনী কতদিন সহযোগিতা অব্যাহত রাখবে- প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে গতকাল মঙ্গলবার এসব প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, "উচ্চ সংক্রমণশীল এ রোগ তার দেশে কয়েক মাসব্যাপী স্থায়ী হতে পারে।" এসপার বলেন, "আমি মনে করি এই ভাইরাস অন্তত কয়েক মাস অবস্থান করবে তা ধরে নিয়ে আমাদেরকে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এ লক্ষ্যে আমরা সব ধরনের পূর্ব সতর্কতামূলক ব্যাবস্থা গ্রহণ করছি।"

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ২৪ মার্চ পর্যন্ত আমেরিকায় আক্রান্ত হয়েছে ৫৩ হাজার ৯৭২ জন এবং তার মধ্যে মারা গেছে ৭২৮ জন। এক সপ্তাহ আগে আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল পাঁচ হাজার। এখন সে সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়ে গেছে।

শুরু থেকেই করোনাভাইরাস সংকটকে তেমন গুরুত্ব না দেয়ায় মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করছেন। এমনকি করেনোভাইরাসে সংক্রমিত রোগের চিকিৎসা এবং পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জামাদির অভাবের কারণে সবাইকে পরীক্ষা করা যাচ্ছে না বলেও অভিযোগ উঠছে।  

এদিকে, গত সোমবার এসপার ঘোষণা দেন যেন প্রতিরক্ষা দফতর পেন্টাগনে প্রবেশকারীদেরকে আরো কঠোর নিরাপত্তা প্রক্রিয়ার মধ্যে পড়তে হবে। দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে এবং তা অব্যাহত রাখতে বলা হয়েছে। এ নজরদারী কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাসব্যাপী স্থায়ী হতে পারে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।