চাদের ৯২ সেনাকে হত্যা করেছে বোকো হারাম
(last modified Wed, 25 Mar 2020 11:47:51 GMT )
মার্চ ২৫, ২০২০ ১৭:৪৭ Asia/Dhaka
  • বোকো হারাম সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা
    বোকো হারাম সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা

আফ্রিকার দেশ চাদের অন্তত ৯২ জন সেনাকে হত্যা করেছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম।

নাইজেরিয়ার সীমান্ত পার হয়ে আসা এসব সন্ত্রাসী সীমান্তবর্তী চাদের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। পশ্চিমাঞ্চলীয় ল্যাক প্রদেশের বোমা এলাকায় সাত ঘণ্টা ধরে এই হামলা চলে। চাঁদের প্রেসিডেন্ট ইদ্রিস দেবি ইতনো জানিয়েছেন, হামলায় তাদের কমিশন্ড এবং নন-কমিশন্ড সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। হামলার পর তিনি গতকাল ওই সেনাঘাঁটি পরিদর্শন করেন।

ইদ্রিস দেবি ইতনো বলেন, “এই প্রথম আমরা এত বেশি সেনা হারালাম।” নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা মুখপাত্র জানান, বোকো হারামের হামলায় সামরিক বাহিনীর অন্তত ২৪টি গাড়ি ধ্বংস হয়েছে তার মধ্যে বেশ কয়েকটি আর্মার্ড ভেহিকেলস রয়েছে। এছাড়া সন্ত্রাসীরা বেশ কয়েকটি স্পিডবোট নিয়ে গেছে।

সাম্প্রতিক মাসগুলোতে বোকো হারামের সন্ত্রাসীরা নাইজেরিয়া থেকে লেক চাদ এলাকায় তাদের হামলা জোরদার করেছে।#

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ