পাকিস্তানে ১৯০ যাত্রী উদ্ধার, সশস্ত্র গোষ্ঠীর ৩০ জন নিহত
(last modified Wed, 12 Mar 2025 04:03:01 GMT )
মার্চ ১২, ২০২৫ ১০:০৩ Asia/Dhaka
  • পাকিস্তানে ১৯০ যাত্রী উদ্ধার, সশস্ত্র গোষ্ঠীর ৩০ জন নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের হাতে আটক জাফর ট্রেন থেকে ১৯০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর হাতে সশস্ত্র গোষ্ঠীর অন্তত ৩০ সদস্য নিহত হয়েছে।

পাকিস্তানের ইংরেজি পত্রিকা এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বেলুচিস্তানের বোলান এলাকার কাছে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে হামলা চালায় সশস্ত্র একটি গোষ্ঠী। তারা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে যাত্রীদের জিম্মি করে।

এর আগে নিরাপত্তা বাহিনীর সূত্রের উদ্ধৃতি দিয়ে দেশটির কয়েকটি গণমাধ্যম জানিয়েছিল যে, বোলান পাসের ধাদার এলাকায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা জাফর এক্সপ্রেসে হামলা চালিয়ে নারী ও শিশুসহ যাত্রীদের জিম্মি করে রেখেছে। সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সঙ্গে বিদেশি সহায়তাকারীদের যোগাযোগ ছিল। তারা বিদেশী সহায়তাকারীদের সাথে স্যাটেলাইট ফোনের মাধ্যমে যোগাযোগ করে। সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলেছে এবং সব যাত্রীকে উদ্ধারের জন্য একটি অভিযান শুরু করেছে।#

পার্সটুডে/এসআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।