ইরান, চীন থেকে ইউরোপে কন্টেইনার ট্রেনের সোনালী দরজা
https://parstoday.ir/bn/news/iran-i154296-ইরান_চীন_থেকে_ইউরোপে_কন্টেইনার_ট্রেনের_সোনালী_দরজা
পার্সটুডে-ইরান, চীন, কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এবং তুরস্ক এই ৬টি দেশের প্রতিনিধিরা রেল ট্রানজিট উন্নয়নের জন্য ইস্তাম্বুলে একটি চুক্তি স্বাক্ষর করেছেন।
(last modified 2025-11-22T11:02:01+00:00 )
নভেম্বর ২২, ২০২৫ ১৬:০২ Asia/Dhaka
  • ইস্তাম্বুলে ৬ দেশের প্রতিনিধিদের মধ্যে রেল ট্রানজিট উন্নয়ন চুক্তি স্বাক্ষর
    ইস্তাম্বুলে ৬ দেশের প্রতিনিধিদের মধ্যে রেল ট্রানজিট উন্নয়ন চুক্তি স্বাক্ষর

পার্সটুডে-ইরান, চীন, কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এবং তুরস্ক এই ৬টি দেশের প্রতিনিধিরা রেল ট্রানজিট উন্নয়নের জন্য ইস্তাম্বুলে একটি চুক্তি স্বাক্ষর করেছেন।

ইরান, চীন, কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এবং তুরস্ক এই ৬টি দেশের প্রতিনিধিরা শুক্রবার ইস্তাম্বুলে এই গুরুত্বপূর্ণ করিডোরের দক্ষিণ শাখা দিয়ে পণ্য পরিবহনের স্বার্থে রেল ট্রানজিট উন্নয়নের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছেন। বার্তা সংস্থা ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, এই চুক্তি ইরানকে চীন থেকে ইউরোপে কন্টেইনার ট্রেন চলাচলের সোনালী দরজা পেরুনোর অবস্থানে স্থান দিয়েছে।

এই ছয়-পক্ষীয় চুক্তির ভিত্তিতে, এই করিডোরের পাশে অবস্থিত দেশগুলো অভিন্ন এবং প্রতিযোগিতামূলক শুল্ক নির্ধারণ করে, ট্রেন ভ্রমণের সময় ত্বরান্বিত করার মাধ্যমে আনুষঙ্গিক এবং শুল্ক খরচ হ্রাস করা এবং প্রয়োজনীয় অবকাঠামো সরবরাহ করে এই করিডোরের দক্ষিণ শাখা দিয়ে কন্টেইনার ট্রেন চলাচলে উল্লেখযোগ্য উন্নয়নের পথ প্রশস্ত করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

গত বছর চীন ও ইউরোপের মধ্যে মালবাহী ট্রেনের মাধ্যমে প্রায় ২০,০০০ কন্টেইনার মানে ৬ কোটি টন বিভিন্ন পণ্য পরিবহন করা হয়েছে। আশা করা হচ্ছে যে এই চুক্তিগুলো বাস্তবায়নের মাধ্যমে, মালামাল পরিবাহী রেল পরিবহনের পরিমাণের একটি উল্লেখযোগ্য অংশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভূখণ্ডের মধ্য দিয়ে যাবে, যা দেশটির জন্য উল্লেখযোগ্য অর্থনৈতিক ও বাণিজ্যিক সুবিধা বয়ে আনবে।#

পার্সটুডে/এনএম/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন