জাতিসংঘের ইতিহাসে করোনাভাইরাস ভয়াবহতম সংকট, বিশ্ব মন্দার আশঙ্কায় গুতেরেস
https://parstoday.ir/bn/news/world-i78732-জাতিসংঘের_ইতিহাসে_করোনাভাইরাস_ভয়াবহতম_সংকট_বিশ্ব_মন্দার_আশঙ্কায়_গুতেরেস
জাতিসংঘ প্রতিষ্ঠার পর করোনাভাইরাসের বিস্তার বিশ্বের ভয়াবহতম সংকট বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০১, ২০২০ ১৫:৫৬ Asia/Dhaka
  • অ্যান্তোনিও গুতেরেস
    অ্যান্তোনিও গুতেরেস

জাতিসংঘ প্রতিষ্ঠার পর করোনাভাইরাসের বিস্তার বিশ্বের ভয়াবহতম সংকট বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

সংবাদ সংস্থা আইআরআইবি আরও জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মনে করেন করোনাভাইরাসের বিস্তার এই সংস্থার পঁচাত্তর বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ এবং নিকৃষ্টতম অভিজ্ঞতা। সমগ্র বিশ্ব এই ভাইরাসের আক্রমণের শিকারে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এই ভূখণ্ড এখন সর্বনিকৃষ্ট বিশ্ব সংকটের মধ্যে রয়েছে।

Image Caption

সমগ্র বিশ্বের জন্য হুমকি সৃষ্টিকারী এই রোগের নেতিবাচক প্রভাব অচিরেই বিশ্ব অর্থনীতির ওপর পড়বে এবং অদূর ভবিষ্যতে নজিরবিহীন বিশ্ব মন্দা দেখে দেবে বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেন। করোনাভাইরাসে সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা আট লাখ তেষট্টি হাজারের মতো। এদের মধ্যে ৪২ হাজার ৫৩৪ জনের মৃত্যু হয়েছে।#

পার্সটুডে/এনএম/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।