একতরফা নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানাল গ্রুপ-৭৭ এবং চীন
মহামারি নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ মোকাবেলার প্রচেষ্টায় লিপ্ত উন্নয়নশীল দেশের ওপর থেকে একতরফা অন্যায় অর্থনৈতিক নিষেধাজ্ঞার অবসান ঘটানোর আহ্বান জানিয়েছে গ্রুপ-৭৭ এবং চীন।
গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থরক্ষায় গঠিত গ্রুপ-৭৭ হুঁশিয়ারি দিয়ে বলেছে, উচ্চ সংক্রমণশীল করোনা মোকাবেলায় একতরফা নিষেধাজ্ঞাগুলো আক্রান্ত দেশগুলোর সক্ষমতার পথে অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলেছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, গ্রুপ-৭৭ এবং চীন মনে করে যে বৈশ্বিক মহামারির এই ক্রান্তিকালে নিপীড়নমূলক একতরফা কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো ভাইরাস মোকাবেলায় লিপ্ত উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতার বিরুদ্ধে নেতিবাচক প্রভাব সৃষ্টি করছে। বিশেষ করে এসব দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সামগ্রী যোগান দেয়া কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে এ ধরনের পদক্ষেপ এ মহামারির বিরুদ্ধে লড়াই চালানোর সময় দেশগুলোর মধ্যে প্রয়োজনীয় যেসব সহযোগিতা এবং সংহতি অব্যাহত রাখা আবশ্যক হয়ে পড়ে তার ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, "উন্নয়নশীল দেশগুলোর বিরুদ্ধে নিপীড়নমূলক অর্থনৈতিক নিষেধাজ্ঞা ব্যবহারের অবসাান ঘটানোর জন্য আন্তর্জাতিক সমাজকে অবিলম্বে কার্যকর জরুরি পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানানো হচ্ছে। "
একতরফা অবৈধ মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়া দেশগুলো বিশেষ করে ইরানের জন্য করোনাভাইরাস মোকাবেলা করা কঠিন হয়ে পড়েছে। নিষেধাজ্ঞার কারণে ইরান এ ক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ও ওষুধ আমদানি করতে পারছে না। #
পার্সটুডে/এমবিএ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।